ওমানের মাস্কটে আয়োজিত মহিলা জুনিয়র এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় মহিলা হকি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে ফাইনালে কঠিন প্রতিপক্ষের বাধা টপকে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকির খেতাব ধরে রাখল ভারত। পেনাল্টি শুটআউটে চিনকে ৩-২ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ল ভারতীয় দল। ভারতীয় গোলরক্ষক নিধি পেনাল্টি শুটআউটের সময় তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন, যেখানে শ্যুটআউটে ভারতের পক্ষে গোল করেন সাক্ষী রানা, ইশিকা এবং সুনেলিতা টপ্পো। এর আগে, জিনঝুয়াং তান চিনের হয়ে উদ্বোধনী গোল করেন, অন্যদিকে রুদ্ধশ্বাস দ্বিতীয় কোয়ার্টারের পর ভারতের হয়ে তৃতীয় কোয়ার্টারে কনিকা সিওয়াচকে সমতা এনে দেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর শিরোপার লড়াই শুটআউটে গড়ায়।
টুর্নামেন্টে ভারতের হয়ে মোট ১২টি গোল করেন দীপিকা। তিনি ৫টি ফিল্ড গোল করেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ২টি এবং ৫টি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। টুর্নামেন্টের ৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিরুদ্ধে ৩টি ম্যাচে হ্যাটট্রিক করেন দীপিকা।চিনকে হারিয়ে মেয়েদের জুনিয়র এশিয়া কাপের খেতাব ধরা রাখার পরেই হকি ইন্ডিয়ার তরফে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। খেলোয়াড়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে এবং সার্পোর্ট স্টাফদের ১ লক্ষ টাকা করে পুরস্কার দেবে সর্বভারতীয় হকি সংস্থা। ভারত এই নিয়ে তিনবার টুর্নামেন্টের ফাইনালে উঠে শেষ ২ বারই ট্রফি নিয়ে মাঠ ছাড়ল।
India lifts #WomensJuniorAsiaCup24 title.
🏑Nidhi makes 3 crucial saves during the penalty shootout. Sakshi Rana, Ishika and Sunelita Toppo score for India against China.pic.twitter.com/ofdQ2BYoa3
— All India Radio News (@airnewsalerts) December 16, 2024