Indian Women’s Hockey Team (Photo Credit: X@airnewsalerts)

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মহিলাদের হকির ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে  তৃতীয়বারের জন্য মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ভারত (Indian women’s hockey team) ।এবারের প্রতিযোগিতায় অশ্বমেধের ঘোড়ার মতোই দৌড় শুরু করেছিল ভারতীয় মহিলা হকি দল। আর সেই পারফরম্যান্সের বলে হারিয়ে দিল অলিম্পিক্সের রৌপ্যপদকজয়ী চিনকে। এই নিয়ে পরপর দু’বার (২০২৩ ও ২০২৪) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির বিজয়ী হল ভারত। ২০১৬, ২০২৩ এর পর ২০২৪ সালে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে এবার দক্ষিণ কোরিয়ার রেকর্ড স্পর্শ করে যুগ্মভাবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট জয়ের নজির গড়ল ভারত।

বিহারের রাজগীরের স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনালে প্রথম কোয়ার্টারে কোনও গোল আসেনি। দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। একটা সময় মনে হচ্ছিল যে কোনও দলই ম্যাচ জিতে ট্রফি জিতে নিয়ে যেতে পারে। কিন্তু ৩১ মিনিটে দীপিকা শেরাওয়াত ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন।দ্বিতীয় কোয়ার্টারের তিন মিনিটেই ভারতের গোলরক্ষক বিচু দেবি খারিবাম অসাধারণ একটা সেভ দেন। এরপরই ভারত চতুর্থ পেনাল্টি কর্নার পায়, কিন্তু একটাও কনভার্ট করতে পারেনি। ৪২ মিনিটে দীপিকা পেনাল্টি স্ট্রোক থেকে আসা সুযোগে গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা কনভার্ট করতে পারেননি। এরপর সুশিলা চানুর শট আটকান চিনের গোলরক্ষক। চিনের চাপ সামলেও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ভারতীয় মহিলা দল।

 ১৭ বছর বয়সী সুনেইলিতা টোপ্পো এদিন অনবদ্য পারফরমেন্স করেন। সারা মাঠ দৌড়ে বেড়ান। তবে দীপিকাদের দুরন্ত পারফরমেন্সে অনেকটা অসাধ্য সাধন করেই দেখাল ভারতীয় মহিলা দল। অন্যদিকে মালয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে জাপান তৃতীয় স্থানে শেষ করেছে টুর্নামেন্ট।