Novak Djokovic

Wimbledon 2025 Draw: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে টেনিসের সবচেয়ে বড় ও ঐতিহ্যের গ্র্যান্ডস্লাম 'উইম্বলডন'(Wimbledon 2025)। তার আগে আজ, শুক্রবার টুর্নামেন্টের ড্র ঘোষিত হল। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার (Jannik Sinner) তুলনায় সহজ সূচি পেলেন। ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক ষষ্ঠ বাছাই নোভাক জকোভিচ (Novak Djokovic) প্রথম রাউন্ডে খেলবেন ৬৩ নম্বর আলেজান্দ্রে মুলার। সব ঠিকঠাক থাকলে জকোভিচের সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারেন সিনার। এই সিনারের কাছেই গত মাসে ফরাসি ওপেনের সেমিফাইনালে স্ট্রেট সেটে পরাস্ত হয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তি জকোভিচকে। লাল সুঁড়কির পর এবার হয়তো সবুজ ঘাসের কোর্টে ফাইনালে উঠতে হলে চূড়ান্ত পিট আর ফর্মের তুঙ্গে থাকা ইতালিয়ান সিনার-কে হারাতে হবে জোকারকে।

গতবারের চ্যাম্পিয়ন আলকারাজের সেমিতে সম্ভাব্য প্রতিপক্ষ মেদভেদ

আর সব ঠিক থাকলে গতবারের চ্যাম্পিয়ন তথা ক দিন আগে ফরাসি ওপেনের ফাইনালে মহাকাব্যিক জয় পাওয়া স্পেনের কার্লোস আলকারাজ এবার উইম্বলডেনের ফাইনালে খেলতে পারেন ড্যানিলে মেদভেদের বিরুদ্ধে। গতবার উইম্বলডনের ফাইনালে জকোভিচকে হারিয়ে খেতাব জিতেছিলেন আলকারাজ।

উইম্বলডনের ড্র প্রকাশিত

গতবার উইম্বলডন পুরুষদের সিঙ্গলসে কী হয়েছিল

সেখানে শীর্ষ বাছাই সিনার কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন মেদভেদের বিরুদ্ধে। জকোভিচ গতবার সেমিতে হারান ইতালির লরেঞ্জো মুসেত্তি-কে। এবারের উইম্বলডনের সিঙ্গলসে কোনও ভারতীয়কে মূলপর্বে খেলতে দেখা যাবে না।