Funny Story Of Novak Djokovic and federer (Photo Credit: X@Ravikumar181)

বিশ্বের সুপ্রাচীন টেনিস টুর্নামেন্ট উইম্বলডন এ  গতকাল, প্রাক্তন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic) অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডে মিনোরকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।অন্যদিকে গ্রিগর দিমিত্রভ চোটের ফলে অবসর নেওয়ায়, বিশ্বের এক নম্বর জ্যানিক সিনার সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। সিনারকে পরপর দুটি সেটে ৬-৩, ৭-৫ পয়েন্টে হারিয়ে ১০ বছর পরে দিমিত্রভ, উইম্বলডন কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে যান। কিন্তু পেকটোরাল চোটের ফলে ম্যাচ থেকে অবসর নেন দিমিত্রভ।

 

এদিকে জয় পেয়ে এক মজার কাহিনী শোনালেন জোকোভিচ। এর আগে দেখা গেছে  দর্শক সারিতে রজার ফেডেরার থাকলেই নোভাক জোকোভিচ জিততে পারতেন না কোনও ম্যাচ। এবারও জেগেছিল সেই শঙ্কা। তবে এবার ঘুরে দাঁড়িয়ে সেই ধারা ভাঙলেন সার্বিয়ান তারকা।তিন ঘণ্টা ১৮ মিনিটে অস্ট্রেলিয়ান ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনোরকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে রেকর্ড ।

কিংবদন্তি ফেডেরারের সামনে অবশেষে জিততে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে ধরা দিল, তাঁর চোখে-মুখেও ছিল সেই প্রতিফলন।“এটাই হয়তো প্রথমবার যে, তিনি (গ্যালারিতে বসে) আমাকে খেলতে দেখছেন এবং আমি ম্যাচ জিতলাম। গত কয়েকবার (তাঁর সামনে) আমি হেরে গিয়েছিলাম, তাই অভিশাপটা কাটাতে পেরে ভালো লাগছে।”

দেখুন কী বললেন জোকোভিচ-