Wimbledon (Photo Credit: Twitter)

নোভাক জকোভিচ তার ২৪তম মেজর শিরোপা থেকে দুই ম্যাচ দূরে রয়েছেন, যা সর্বকালের রেকর্ডের সমান হবে, যদিও বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ রবিবারের (১৬ জুলাই) ফাইনালে তার পথে দাঁড়াতে পারেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও রোল্যান্ড-গ্যারোস শিরোপা জেতা জোকোভিচের মুখোমুখি হবেন জ্যানিক সিনার এবং আলকারাজের মুখোমুখি হবেন ড্যানিয়েল মেদভেদেভ। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) একের পর এক সেমিফাইনালে মাঠে নামবে মহিলারা। ইউক্রেনের এলিনা সুইতোলিনা কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সুয়াতেককে হারিয়ে মেয়ে স্কাইয়ের জন্মের মাত্র নয় মাস পর নারী টেনিস ট্যুরে ফেরার মাত্র তিন মাস পর শেষ চারে জায়গা করে নিয়েছেন। টোকিও ২০২০ অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী এই তারকা ফাইনালে ওঠার জন্য রৌপ্যপদকজয়ী মার্কেটা ভনড্রোসোভার মুখোমুখি হবেন, অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা তিউনিশিয়ার ট্রেলব্লেজার ওন্স জাবেউরের মুখোমুখি হবেন, যিনি সুইতোলিনার মতো উইম্বলডনের ভক্তদের ফেভারিট হয়ে উঠেছেন। Wimbledon 2023: ১২তম বার উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ

উইম্বলডনের ফাইনাল-সেমিফাইনালের ম্যাচের তালিকা

বৃহস্পতিবার, ১৩ জুলাই- মহিলাদের সেমিফাইনাল; মিক্সড ডাবলসের ফাইনাল

শুক্রবার, ১৪ জুলাই- পুরুষদের সেমিফাইনাল

শনিবার, ১৫ জুলাই- মহিলা সিঙ্গলসের ফাইনাল; পুরুষদের ডাবলসের ফাইনাল

রবিবার, ১৬ জুলাই- পুরুষদের সিঙ্গলসের ফাইনাল; মহিলা ডাবলসের ফাইনাল

এই সমস্ত ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। সব ম্যাচ অনলাইনে দেখা যাবে ডিজনি+ হটস্টার অ্যাপে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে মূলত শুরু হবে আজকের ম্যাচ।