গত বছর করোনা সংক্রমণের কারণে বাতিল হয়ে গিয়েছেল টেনিসের গ্র্যান্ড ইভেন্ট উইম্বলডন। দু বছর পর ফের অল ইংল্যান্ড টেনিস ক্লাবের ঐতিহ্যাবাহী সবুজ ঘাসের কোর্টে বল গড়াল। প্রথম দিনে খেলতে নামলেন পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এবারের ফেভারিট জকোভিচ প্রথম রাউন্ডের ম্যাচে জ্যাক ড্রেপারের বিরুদ্ধে প্রথম সেটে হেরেও ম্যাচ জিতে নিন। উইম্বলডনের প্রথম দিনের দারুণ কিছু মুহূর্ত--
If these are the kinds of shots we're to look forward to, we're in for a fun two weeks...#Wimbledon pic.twitter.com/V0RGEDXDB3
— Wimbledon (@Wimbledon) June 29, 2021