Kolkata Knight Riders (Photo Credit: KKR/ X)

যুদ্ধ পরিস্থিতির কারণে গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে পরিস্থিতি স্বাভাবিক হতে চলার পর আগামী শনিবার, ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টে বন্ধের পর ফের শুরুর আগে এখন ফ্র্যাঞ্চাইজিগুলির বিদেশী ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। আইপিএল ভক্তদের জন্য সুখবর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়ে তাদের দেশের সব ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। ফলে একেবারে শেষ পর্যন্ত জোস বাটলার-কে পাবে গুজরাট টাইটান্স।

এদিকে, প্লে অফের আশা শেষ হয়ে গেলেও শেষ দুটি ম্যাচের জন্য তিন ক্যারিবিয়ান তারকা- আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও রোভম্যান পাওয়েলকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফিরিয়ে আনছে কলকাতা নাইট রাইডার্স। আফগান ওপেনার-উইকেটকিপার রহমানুল্লা গুরবাজও সম্ভবত ফিরছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার-উইকেটকিপার কুইন্টন ডি কক ও ইংল্যান্ডের স্পিনার-অলরাউন্ডার মইন আলির ফেরা নিয়ে সংশয় নেই। আরও পড়ুন- IPL 2025: শনিবার থেকে ফের শুরু হতে চলা আইপিএলে কে কোথায় দাঁড়িয়ে

বিদায় নিলেও ধোনির চেন্নাই আফগানিস্তানকে থেকে ফেরত আনছে তারকা স্পিনার নুর আহমেদ-কে। ২০টি উইকেট তুলে নিয়ে আফগান স্পিনার নুর এখন চলতি আইপিইএল সর্বাধিক যুগ্ম উইকেটপ্রাপক।

সান রাইজার্সও প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে, তবু শেষ দুটি ম্য়াচের জন্য অস্ট্রেলিয়া তেকে ফিরিয়ে আনা হচ্ছে অধিনায়ক-পেসার প্যাট কামিন্স ও ওপেনার ট্রাভিস হেড-কে। তবে চোট পাওয়ায় খুব সম্ভব আর বেঙ্গালুরু শিবিরে এবার আর ফিরছেন না অজি পেসার হ্যাজেলউড।