
IPL 2025: ভারত-পাকিস্তানের মধ্যে চলা তীব্র উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতির কারণে গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যায় এবারের আইপিএল। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হওয়ায়, এখন দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর তাই ফের আইপিএল শুরু করা নিয়ে বোর্ডকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। আাগমী শনিবার, ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবি বনাম আজিঙ্কা রাহানের কেকেআর-এর মধ্যে ম্য়াচ দিয়ে থমকে যাওয়া আইপিএল শুরু হচ্ছে। ঠিক আউটদিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে আইপিএল।
বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, আহমেদেবাদ এবং মুম্বই- এই ৬টি কেন্দ্রে আইপিএলের বাকি ১৭টি ম্যাচ আয়োজিত হবে। আাগমী ৩ জুন ফাইনাল। ফাইনাল ও প্লে অফের ম্যাচের সূচি এখনও জানায়নি বোর্ড। তবে খুব সম্ভবত কলকাতার ইডেন উদ্যান থেকে সরে আমেদাবাদের মোদী স্টেডিয়ামে হবে এবারের আইপিএল ফাইনাল।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়েছে। লিগ পর্যায়ে বাকি ১৩টি, প্লে অফ পর্যায় আর ফাইনাল মিলিয়ে আরও চারটি ম্যাচ।
এমন সময় দেখে নিন ঠিক কোন জায়গায় থমকে গেল এবারের আইপিএল। কোন দল, কোন খেলোয়াড়রা কোথায় দাঁড়িয়ে-
পয়েন্ট তালিকায় কে কোথায়
১) গুজরাট: ১৬ পয়েন্ট (১১ ম্যাচে)
২) বেঙ্গালুরু: ১৬ পয়েন্ট (১১ ম্যাচে)
৩) পঞ্জাব: ১৬ পয়েন্ট (১২ ম্যাচে)
৪) মুম্বই: ১৪ পয়েন্ট (১২ ম্যাচে)
৫) দিল্লি: ১৪ পয়েন্ট (১২ ম্যাচে)
৬) কলকাতা: ১১ পয়েন্ট (১২ ম্যাচে)
৭) লখনৌ: ১০ পয়েন্ট (১১ ম্যাচে)
৮) হায়দরাবাদ: ৭ পয়েন্ট (১১ ম্যাচে)
৯) রাজস্থান: ৬ পয়েন্ট (১২ ম্যাচে)
১০) চেন্নাই: ৬ পয়েন্ট (১২ ম্যাচে)
কোন কোন দল প্লে অফের লড়াইয়ে আছে
প্লে অফে ওঠার ব্যাপারে প্রায় নিশ্চিত গুজরাট, বেঙ্গালুরু, পঞ্জাব। চতুর্থ স্থানের লড়াইয়ে মুম্বই ও দিল্লির মধ্যে লড়াই।
কোন কোন দল বিদায় নিয়েছে
কলকাতা, লখনৌ, চেন্নাই, রাজস্থান ও হায়দরাবাদ প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
সর্বোচ্চ রানসংগ্রহকারীরা (কমলা টুপির দৌড়)
১) সূর্যকুমার যাদব, মুম্বই: ৫১০ রান (গড় ৬৩.৭৫, স্ট্রাইক রেট: ১৭০)
২)সাই সুদর্শন, গুজরাট: ৫০৯ রান (গড় ৪৬.২৭, স্ট্রাইক রেট: ১৫৩)
৩) শুভমন গিল, গুজরাট: ৫০৮ রান (গড় ৫০.৮০, স্ট্রাইক রেট: ১৫২)
৪) বিরাট কোহলি, বেঙ্গালুরু: ৫০৫ রান (গড় ৬৩.১২, স্ট্রাইক রেট: ১৪৩)
৫) জোস বাটলার, গুজরাট: ৫০০ রান (গড়: ৭১.৪২, স্ট্রাইক রেট: ১৬৪)
কমলা টুপি এখন সূর্যকুমার যাদবের কাছে আছে।
সর্বাধিক উইকেটপ্রাপকরা (বেগুনী টুপির দৌড়)
১) প্রসিধ কৃষ্ণা, গুজরাট (২০টি)
২) নুর আহমেদ, চেন্নাই (২০টি)
৩) জোস হ্য়াজেলউড, বেঙ্গালুরু (১৮টি)
৪) ট্রেন্ট বোল্ট, মুম্বই (১৮টি)
৫) বরুণ চক্রবর্তী, কলকাতা ((১৭টি)
বোলিং গড় ভাল থাকায় বেগুনী টুপি এখন প্রসিধ কৃষ্ণার দখলে
এক ইনিংসে সর্বোচ্চ রান-
দলগত- সান রাইজার্স: ২৮৬/৬ (রাজস্থানের বিরুদ্ধে, হায়দরাবাদে)
ব্যক্তিগত- অভিষেক শর্মা , হায়দরাবাদ (১৪১ রান, পঞ্জাবের বিরুদ্ধে)
সেরা চমক- ১৪ বছরের রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর ৩৫ বলে সেঞ্চুরি।
সেরা বিষ্ময়- ১৪ বছরের বৈভবের পারফরম্যান্স, পঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আরিয়ার সেঞ্চুরি, ইডেনে কলকাতার বিরুদ্ধে রাজস্তানের অধিনায়ক রিয়ান পরাগের পরপর ৬ বলে ৬টি ছক্কা (দুই ওভার মিলিয়ে)।
সেঞ্চুরিয়ানরা--
এবারের আইপিএলে মোট চারটি হয়েছে। সেই সেঞ্চুরিগুলি করেছেন-
বৈভব সূর্যবংশী, রাজস্থান রয়্যালস: ১০১ রান, গুজরাটের বিরুদ্ধে।
অভিষেক শর্মা, সান রাইজার্স: ১৪১ রান, পঞ্জাবের বিরুদ্ধে।
ইশান কিষাণ, সান রাইজার্স: ১০৬ অপরাজিত, রাজস্থানের বিরুদ্ধে
প্রিয়াংশ আরিয়া, পঞ্জাব কিংস: ১০৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে।
হ্যাটট্রিক নেওয়া বোলার-
যুজবেন্দ্র চাহাল, পঞ্জাব কিংস (চেন্নাইয়ের বিরুদ্ধে, চিপকে)
খুব হতাশ করেছেন যারা-
গ্লেন ম্যাক্সওয়েল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, রচিন বরীন্দ্র, কাগিসো রাবাদা, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন।