Wiaan Mulder: গতকাল, শনিবার এজবাস্টেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪০০-র বেশি রান করে নজির গড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। আর এবার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার নয়া অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কেশব মহারাজের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা নেতৃত্ব দিচ্ছেন উইয়ান মুলডার। আর টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকে পর প্রথম ইনিংসে আড়াইশো রানের বেশি ইনিংস খেলে নজির গড়লেন মুলডার। মাত্র ২৫৯ বল খেলে ৩৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৬৪ রান করলেন প্রোটিয়া অধিনায়ক। রবিবার প্রথম দিনের খেলা শেষে অধিনায়ক মুলডার ২৬৪ রানে অপরাজিত থাকলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে এতদিন সর্বাধিক রানের ইনিংসটা ছিল নিউ জিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের দখলে (২৩৯ রান, ভারতের বিরুদ্ধে, ১৯৬৮ সালে। ৫৭ বছর পর এদিন বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে এই রেকর্ড ভাঙলেন মুলডার। অধিনায়ক হিসেবে টেস্টে প্রথমবার নেমে ডবল সেঞ্চুরি আছে শিবনারায়ণ চন্দ্রপাল (২০৩)-র। ইংল্যান্ডের জো রুট তাঁর অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে করেছিলেন ১৯০ রান (২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার)।
২৪ রানে ২ থেকে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৪৬৫ রান
মুলডারের অবিশ্বাস্য ডবল সেঞ্চুরির সুবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪৬৫ রান। অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলে এদিন ওভার প্রতি পাঁচ রানের বেশি নিলেন মুলডাররা। মাত্র ২৪ রানের মধ্যে দলের দুই ওপেনারের উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রথমে ডেভিড বেডিংহ্যামকে নিয়ে তৃতীয় উইকেটে ১৮৪ রান ও তারপর লুহান-দ্রে প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের পার্টনারশিপ করেন মুলডার। বেডিংহ্যাম ব্যক্তিগত ৮২ ও প্রিটোরিয়াস ৭৮ রানে আউট হন। দিনের শেষে অধিনায়কের সঙ্গে ক্রিজে আছেন ডেওয়াল্ড ব্রেভিস (১৫ অপরাজিত)।
অধিনায়ক মুলডারের নজির
Wiaan Mulder now holds the record for the highest individual Test score in their very first innings as captain 🫡
He surpasses Graham Dowling’s 239 vs India in 1968 to top this elite list:
1️⃣ Wiaan Mulder – 247* (SA) vs ZIM, 2025
2️⃣ Graham Dowling – 239 (NZ) vs IND, 1968
3️⃣… pic.twitter.com/ZXAaqaKL3m
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2025
বাভুমাকে বিশ্রাম দিয়ে কেশব মহারাজকে অধিনায়ক করা হয়েছিল, মহারাজ চোট পাওয়া মুলডার অধিনায়ক হলেন
প্রসঙ্গত, গত মাসে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকা বিশ্রাম দেয় তাদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা-কে। জিম্বাবোয়েতে টেস্ট সিরিজে বাভুমাকে বিশ্রাম দিয়ে কেশব মহারাজকে অধিনায়ক করেছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে জয়ের পর কেশব মহারাজ চোট পান। ফলে তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় ২৭ বছরের মুল্ডারকে।