Rinku Singh. (Photo Credits: X)

Team India Squad Asia Cup 2025: আর কদিন পরেই ঘোষিত হবে আসন্ন এশিয়া কাপ টি-২০-র জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড। সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে কঠিন দল নির্বাচন করতে চলেছেন নির্বাচকরা। কারণ এবারের এশিয়া কাপে টি-২০ দলে এক একটা পজিশনের জন্য অন্তত ৩-৪ জন যোগ্য ক্রিকেটার দাবিদার। যাকেই বাদ দেওয়া হোক, নির্বাচকদের দিকে আঙুল উঠবেই। সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের দল নির্বাচনকে ঘিরে সাসপেন্স। মোটের ওপর ঠিক আছে ওপেনার হিসাবে প্রথম ম্য়াচ থেকেই খেলবেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তবে রিঙ্কু সিং আর তিলভ ভর্মার দলে থাকা নিয়ে আচমকাই অনিশ্চয়টা তৈরি হয়েছে। ইংল্য়ান্ড সফরে অবিশ্বাস্য ব্যাটিং করা শুভমন গিলকে এশিয়া কাপে দলে রাখতে বাদ দেওয়া হতে পারে তিলক ভর্মা-কে। অন্যদিকে, ক'মাস আগে আইপিএলে তেমন কিছু করতে না পারা রিঙ্কু-কে বাদ দিয়ে আনা হতে পারে শ্রেয়স আইয়ার-কে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইউএই-তে শুরু হতে চলা এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াডের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ১৫তম স্থানটার জন্য। যেখানে তিনজন ব্যাটার ও একজন স্পিনার-অলরাউন্ডারের মধ্যে লড়াই হবে। ক্রিকেটমহল বলছে, অজিত আগরকর-রা ১৫তম সদস্য হিসাবে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারেন। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা শ্রেয়স স্কোয়াডে থাকার লড়াইয়ে ফেভারিট। সাদা বলের ক্রিকেটে শ্রেয়সের ফর্মটা নির্বাচকদের গুড বুকে রয়েছে। অন্যদিকে, অসমের রিয়ান পরাগকেও গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। আবার ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যাটে-বলে অবিশ্বাস্য কিছু করে দেখানো ওয়াশিংটন সুন্দরকেও দলে না রাখাটা কঠিন হবে। কারণ সুন্দরকে যখনই সুযোগ দেওয়া হয়েছে, তিনি প্রমাণ করেছেন। আরও পড়ুন-লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে, দেখুন ভাইরাল ভিডিও

জশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং স্পেশালিস্ট পেসার হিসাবে থাকছেন। হার্দিক পান্ডিয়া স্কোয়াডে থাকবেন পেসার-অলরাউন্ডার হিসাবে। স্পেশালিস্ট স্পিনার হিসাবে কুলদীপ যাদব আর অলরাউন্ডার-স্পিনারের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেলকে। সঞ্জু স্যামসন দলে থাকলেও রিজার্ভ উইকেটকিপার হিসাবে স্কোয়াডে থাকার লড়াইয়ে জিতেশ শর্মা, ধ্রুব জুরেল ও কেএল রাহুলের মধ্যে।