Sakshi Malik Writes Letter To PM Modi: আর কোন পদক জিতলে আমার নাম অর্জুন পুরস্কার পাব? প্রধানমন্ত্রীকে প্রশ্ন সাক্ষী মালিকের
সাক্ষী মালিক (Photo: PTI)

এবারের অর্জুন পুরস্কার (Arjuna Award) প্রাপকদের যে তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের মহিলা কুস্তিগির সাক্ষী মালিক (Sakshi Malik)। রিও অলিম্পিক্সের (Rio Olympics) ব্রোঞ্জ জয়ী কুস্তিগির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি দিয়েছেন। চিঠিতে সাক্ষী লিখেছেন, দেশের জন্য আর কোন মেডেল জিতলে আমার নাম অর্জুন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে?

মহিলা কুস্তিগীর হিসাবে রিও অলিম্পিক্সে তিনিই একমাত্র দেশকে পদক এনে দিয়েছিলেন। ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাক্ষী। ২০১৬ সালে তাঁকে খেলরত্ন (Khel Ratna) সম্মানে ভূষিত করা হয়। তবে সাক্ষী শুধুমাত্র খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়ে খুশি নন। তিনি অর্জুন পুরস্কার চান। সাক্ষীর নাম এবার অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হয়েছিল। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে তাঁর ও ভারোত্তলোক মীরাবাঈ চানুর নাম। রিও অলিম্পিক্সে পদক জেতার জন্য দেশের সেরা ক্রীড়া সম্মান খেলরত্ন জিতেছিলেন সাক্ষী। সেই কারণেই তাঁর নাম অর্জুন সম্মানের জন্য ভাবা হচ্ছে না বলে জানিয়েছে ক্রীড়ামন্ত্রক।

যদিও ক্রীড়ামন্ত্রকের ব্যাখ্যা সন্তুষ্ট নন সাক্ষী। গোটা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজুকে। চিঠিতে সাক্ষী লিখেছেন, "আমাকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। এর জন্য আমি গর্বিত। ক্রীড়াবিদরা কিন্তু সব ধরনের সম্মান জেতার স্বপ্ন দেখে। পুরস্কারের জন্য প্রতিটি ক্রীড়াবিদই নিজেকে উজাড় করে দেয়। আমার নামের আগে অর্জুন বসবে এটা আমিও চাই। দেশের জন্য আর কোন মেডেল জিতলে আমার নাম অর্জুন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে? সেটাই আমি জানতে চাই। নাকি এই জীবনে আর অর্জুন পুরস্কার পাওয়ার সৌভাগ্য হবে না আমার?’’