Germany Kicks Off Euro 2024 Campaign. (Photo Credits:X)

আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের পর দেশভিত্তিক দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপ (UEFA Euro Cup 2024)। বিশ্বের সবচেয়ে শক্তিধর ফুটবল খেলিয়ে মহাদেশ ইউরোপের সেরা কারা তা ঠিক হয় এই টুর্নামেন্টের মাধ্যমে। এবারের ১৭ তম ইউরো কাপের আয়োজক দেশ জার্মানি। খেলছে মোট ২৪টি দেশ। ইউরোপের বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টে এবারের সংস্করণে অংশগ্রহণকারী ২৪টি দেশকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল নক আউট রাউন্ডে উঠবে। শেষ ষোলোর বাকি চারটি দল ঠিক হবে প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশী পয়েন্ট পাওয়া চারটি দল।

আজ রাত ১২টা-র পর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন পাল্টালে কাল, শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক দেশ জার্মানি ও গ্রুপ এ-র দল স্কটল্য়ান্ড। গ্রুপ এ-তে জার্মানি ও স্কটল্যান্ড ছাড়াও এই গ্রুপে আছে হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। জার্মানদের কাছে এবারের ইউরো কাপ অগ্নিপরীক্ষার। কারণ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুটি বিশ্বকাপে- ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার- অত্যন্ত খারাপ ফুটবল খেলে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় জার্মানরা। যোদ্ধা হিসেবে খ্যাত জার্মান ফুটবলের ভক্ত গোটা বিশ্বজুড়ে। কিন্তু গত কয়েক বছর জার্মান ফুটবল কেমন যেন আঁধারে। এবারের ইউরো থেকে সেই আঁধার কাটাতে চান ম্যানুয়েল নুয়ের-রা। জার্মান-রা শেষবার ইউরো কাপ (তখন ছিল উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ) জেতে ১৯৯৫ সালে। তারপর থেকে দু দু'বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও জার্মানরা ইউরো কাপের খেতাব জিততে পারেননি।

এবারের জার্মান দলে প্রতিশ্রুতিমান, লড়াকু ফুটবলের ছড়াছড়ি। দেশের মাটিতে ইউরো কাপ জয়ের স্বপ্নে বুঁদ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। অন্যদিকে, প্রথম ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ স্কটিশরা গত কয়েক বছর ধরে বেশ ভাল ফুটবল খেলছেন। স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক বলছেন, আমাদের নিয়ে তেমন কেউ বড় আশা করছেন না, অন্তত উদ্বোধনী ম্যাচে। এখন আমরা মুখে কিছু বলব না। একবার খেলা শুরুর বাঁশি পরলে আমরা করে দেখাবো। এটুকু হলফ করে বলতে পারি আমরা শেষ মিনিট পর্যন্ত লড়ব।"

কোথায়, কখন শুরু হবে ইউরো কাপ ২০২৪-এ জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ

ভারতীয় সময় ১৫ জুন, শনিবার রাত সাড়ে ১২টা থেকে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় শুরু হবে জর্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ।

জার্মান বনাম স্কটল্যান্ড ম্যাচটি ভারতে টিভিতে কোন চ্য়ানেলে দেখানো হবে?

এবারের ইউরো কাপ ফুটবলের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। জার্মানি বনাম স্কটল্যান্ড সহ সোনি টেনের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। সোনি টেন ১, ৩, ৫-এ বিভিন্ন ভাষায় ধারাভাষ্যে সরাসরি দেখানো হবে খেলা।

ওটিটি বা কোন ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে খেলা?

সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এবারের ইউরো কাপের সব ম্যাচ সরাসরি দেখানো হবে। তবে নির্দিষ্ট সাবস্ক্রিশন থাকা আবশ্যক।

ফিফা ব়্যাঙ্কিংয়ে জার্মানি ও স্কটল্যান্ড কোথায় দাঁড়িয়ে

পুরুষদের ফুটবলে চার বারের বিশ্বকাপ ও তিনবারের ইউরো কাপ জয়ী জার্মানি এখন ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছে। সেখানে স্কটল্যান্ড এখন ৩৯ নম্বরে আছে। একটা সময় নিয়মিত জার্মানি ফিফা ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনে থাকত। কিন্তু গত কয়েকটা বছর আন্তর্জাতির ফুটবলে একেবারেই ভাল যাচ্ছে না জার্মানদের।