
Virat Kohli Retires: এখনও টিম ইন্ডিয়ার সবচেয়ে ফিট ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। এখনও তাঁকে বিশ্বের সবচেয়ে ফিটনেস সচেতন, শৃঙ্খলাপরায়ণ ক্রিকেটারদের তালিকায় শুরুর দিকেই রাখা হয়। কিন্তু ফর্মে থাকা সত্ত্বেও আচমকাই টেস্ট ক্রিকেট ছেড়ে দিলেন কোহলি। আর মাত্র ৭৭০ রান করলেই দশ হাজার টেস্ট ক্লাবের সদস্য হতেন কোহলি। যা আন্তর্জাতিক ক্রিকেটে বড় মাইলস্টোন হিসেবে ধরা হয়। অথচ ৩৬ বছরের কোহলির এখনও যা ফর্ম আর ফিটনেস ছিল তা থেকে আরও ৩-৪ বছর টেস্টে খেলতে পারতেন। সেক্ষেত্রে কোহলির ১১ হাজার মাইলস্টোন গড়াও কঠিন ছিল না।
বিশ্বকাপ জেতার পরেই গত বছর টি-২০ বিশ্বকাপ থেকে অবসর নিয়েছিলেন। ফেব্রুয়ারিতে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অনেকেই ভেবেছিলেন কোহলি এবার ওয়ানডে ছেড়ে শুধুই টেস্টে মনোনিবেশ করবেন। সেক্ষেত্রে তাঁর ৪০ বছর পর্যন্ত খেলে যাওয়া দারুণ রকম সম্ভব ছিল। কিন্তু সেই রুটে না হেঁটে কোহলি টেস্ট ছেড়ে শুধু ওয়ানডে আর আইপিএলে খেলার সিদ্ধান্ত নিলেন।
একবার দেখে নেওয়া যাক আরও কয়েক বছর (৪০ বছর পর্যন্ত) খেললে কোহলি কী কী রেকর্ড ভাঙতে পারতেন--
১) ১২ হাজারের কাছাকাছি রান-
টিম ইন্ডিয়া বছরে ৭ থেকে ৮টি টেস্ট গড়ে খেলে থাকে। সেক্ষেত্রে কোহলির কেরিয়ারে যোগ হত আরও অন্তত ৩০টি টেস্ট। সেক্ষেত্রে তিনি দুই থেকে আড়াই হাজার রান যোগ করতে পারতেন। তাঁর সর্বকালীন টেস্ট ব্যাটিং গড় ও গত পাঁচ বছরে ব্যাটিং গড়কে মিলিয়ে এই হিসেব করা হয়েছে। সেক্ষেত্রে কোহলির টেস্টে মোট রান হত সাড়ে ১১ হাজার রানের মত। সেক্ষেত্রে কিং কোহলি টপকে যেন সুনীল গাভাসকর (১০ হাজার ১২২ রান)-কে। আর সচিন (১৫ হাজার ৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮)-কে টপকে টেস্টে দেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হতেন।
২) ৩৬-৩৭টি টেস্ট সেঞ্চুরির মালিক
৩০টি টেস্ট সেঞ্চুরির মাইলস্টোন নিয়ে কোহলি টেস্ট ক্রিকেট ছাড়লেন। স্বাভাবিক হিসেব বলছে যে ফর্মে তিনি আছেন তাতে কোহলি যদি আরও বছর তিনেক খেলতেন কোহলি ৩৬ থেকে ৩৭টি সেঞ্চুরি করতে পারতেন। সেক্ষেত্রে সচিন তেন্ডুলকরের পিছনে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক হতেন কোহলি। যেটা এখন কোহলি এখন চার নম্বরে থাকা অবস্থায় অবসর নিলেন- ১) সচিন(৫১), ২) রাহুল দ্রাবিড় (৩৬), ৪) সুনীল গাভাসকর (৩৪)।
৩) আরও কয়েকটা ডবল সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটে কোহলির মোট সাতটি ডবল সেঞ্চুরি আছে। ভারতীয়দের মধ্যে সর্বাধিক। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশী টেস্ট ডবল সেঞ্চুরি আছে অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (১২টি)-এর। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১১) ও ক্যারবিয়ান ব্রায়ান লারা (৯)-র। কোহলি যুগ্মভাবে আছেন তৃতীয় স্থানে। যেভাবে সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরি করার প্রবণতা কোহলির ছিল তাতে অন্তত গোটা দশেক ডবল সেঞ্চুরি করে তিনি টেস্ট ছাড়তে পারতেন।
৪) দেড় শতাধিক টেস্ট খেলার রেকর্ড
১২৩টি টেস্ট খেলে অবসর নিলেন কোহলি। আরও বছর তিন-চারেক টেস্ট খেললে নিশ্চিতভাবেই দেড় শতাধিক ম্যাচ খেলে ফেলতেন বিরাট। সেক্ষেত্রে দেড় শতাধিক টেস্ট খেলা তৃতীয় ভারতীয় হতেন- সচিন তেন্ডলকর (২০০), ও রাহুল দ্রাবিড় (১৬৪)-এর পর। এখন সবচেয়ে বেশী টেস্ট খেলা ভারতীয়দের তালিকায় চার নম্বরে শেষ করলেন কোহলি (সচিন, দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ (১৩৪ ম্যাচ)-এর পিছনে।