আমেদাবাদ, ৬ ফেব্রুয়ারি: রবিবার আমেদাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হলেন। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার স্পিনারদের সামনে হোঁচট খেয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৭৬ রানে অল আউট হয়ে গেল। যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ কৃষ্ণাদের দুরন্ত বোলিংয়ের সামনে ক্যারিবিয়ান ইনিংস গুঁটিয়ে গেল ৪৩.৫ ওভারে। ৭৯ রানে ৭উইকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এত দূর যাওয়ার পিছনে থাকল জেসন হোল্ডারের দুরন্ত ব্যাটিং। ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে দলের লজ্জা বাঁচানোর পাশাপাশি আইপিএলের আসন্ন মেগা নিলামের আগে নিজের দরটা বাড়িয়ে নিলেন হোল্ডার। অষ্টম উইকেটে হোল্ডার-ফাবিয়ান অ্যালেন যোগ করেন ৭৮ রান।
৪৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে চাহাল মন জিতলেন। ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দরও মাতিয়ে দিলেন। হোল্ডারের উইকেট সহ দুটি উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণা। মহম্মদ সিরাজ নেন একটি অভিষেক ম্যাচে বল করানো হল না অলরাউন্ডার দীপক হুডাকে। আরও পড়ুন: পিতৃহারা সুরেশ রায়না
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। যদিও দ্বিতীয় উইকেটে ব্রান্ডোন কিং-ডারেন ব্রাভো খারাপ খেলছিলেন না। কিন্তু কিংয়ের আউটের পরেই পুরো তাসের ঘরের মত ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজ। সুন্দর-চাহাল আক্রমণে আসতেই ১ উইকেটে ৪৩ থেকে ৭ উইকেটে ৭৯ হয়ে যায় ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড শূন্য রানে আউট হন।