Joydeep Karmakar (Photo Credit: @ninansusan/ X)

Joydeep Karmakar Suspension: ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন (West Bengal Rifle Association) ভারতের প্রাক্তন ৫০ মিটার ৩ পজিশনের রাইফেল কোচ জয়দীপ কর্মকারকে (Joydeep Karmakar) রাজ্যে সমস্ত শুটিং কার্যক্রম থেকে বরখাস্ত করেছে। উত্তরাখণ্ডে ৩৮তম জাতীয় গেমসের আগে রাজ্যের এই সংস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে বলে আরোপ করেন তিনি। এই নিয়ে গত জানুয়ারিতে একাধিক পোস্ট শেয়ার করেছিলেন এই অলিম্পিয়ান। গত ১৮ জানুয়ারি ফেসবুকে ডব্লিউবিআরএ-র প্রেসিডেন্ট ভেরিন্দর ঢালকে (Verinder Dhall) ট্যাগ করে একটি পোস্ট করেন। সেখানে লেখা, 'জাতীয় গেমসের শুটিং টিমে কারচুপি হয়েছে! দায় ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের।' বৃহস্পতিবার জয়দীপ পোস্টে লেখেন, 'এই বাচ্চাদের জন্য কারও কথা বলা দরকার, কারণ এটি অন্যায়। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার মনে হয়েছে আওয়াজ তোলা দরকার।' Boxer Saweety Boora Divorce Case: থানায় কবাডি তারকা স্বামীকে মারধরের পর স্বামীকে 'সমকামী' বলে দাবি বক্সার সুইটি বুরার

সরকারের সমালোচনায় জয়দীপ কর্মকারকে সাসপেন্ড

রাজ্য সরকারের সমালোচনার কারণে তাঁকে এখন সাসপেন্ড করা হয়েছে। ডব্লিউবিআরএ তাকে শোকজ নোটিশ জারি করে এবং ১২ ফেব্রুয়ারি তাকে সমস্ত শুটিং কার্যক্রম থেকে বরখাস্ত করে। এখন জয়দীপ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে (National Rifle Association of India) সমাধানের আশায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। এখন নিউজ১৮ এর রিপোর্ট অনুসারে, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) জানিয়েছে, পশ্চিমবঙ্গে সমস্ত শ্যুটিং কার্যক্রম থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকারকে সাসপেন্ড করার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এনআরএআই সচিব রাজীব ভাটিয়া বলেন, 'এ নিয়ে যথাযথ পর্যায়ে আলোচনা হবে। এটা ( জয়দীপ কর্মকারের চিঠি) গতকাল এসেছে। এটি এনআরএআই সভাপতির কাছে যাবে।' জয়দীপ কর্মকার বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে রাইফেল ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে রিও অলিম্পিকে অল্পের জন্য পদক মিস করেন তিনি।