কলকাতা: দিল্লির যন্তরমন্তরে চলা কুস্তিগীরদের বিক্ষোভকে (wrestlers protest) আগেই সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM & TMC Chief Mamata Banerjee)। আর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কুস্তিগীরদের সমর্থনে কলকাতায় (Kolkata) গান্ধীমূর্তি (Gandhi statue) পর্যন্ত মোমবাতি মিছিল (candlelight march) করার ঘোষণা করলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে (support) বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার গান্ধীমূর্তি পর্যন্ত একটা মোমবাতি মিছিলের আয়োজন করেছি আমরা। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই মোমবাতি মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরাও যে কুস্তিগীরদের আন্দোলনের পাশে তা বোঝাতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।" আরও পড়ুন: Bratya Basu On National Education Policy: চার বছরের ডিগ্রি কোর্স চালু করা মানেই জাতীয় শিক্ষা নীতি মেনে নেওয়া নয়, বলছেন ব্রাত্য বসু
We will hold a candlelight march to the Gandhi statue today, in support of protesting wrestlers, says West Bengal CM Mamata Banerjee in Kolkata. pic.twitter.com/cBU1Ep1tnL
— ANI (@ANI) June 1, 2023