Kolkata Locals Hold Kali Puja for India's Win in Champions Trophy 2025 vs Pakistan. (Photo Credits: X@IANS)

India vs Pakistan: জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকদের মৃত্যুর ঘটনা এখনও স্মৃতিতে তাজা। অপারেশন সিঁদুর, ওয়াঘা সীমান্তের দুই পাড়ের দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কথাও এখনও টাটকা। কিন্তু দেশবাসীর ক্ষোভের কথা ভুলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup Cricket 2025) বাইশ গজে পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়াকে খেলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে ইউএই-তে হতে চলে আসন্ন এশিয়া কাপে ফাইনাল সহ মোট তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। পহেলগাম হামলা, অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান প্রথমবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ সেপ্টেম্বর, দুবাই। এরপর ২১ সেপ্টেম্বর সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হতে পারে ওয়াঘা সীমান্তের দুই পাড়ের দেশ। যা নিয়ে দেশবাসীর একাংশ ক্ষুব্ধ। ক্রিকেটে ভারতের সঙ্গে খেলে পাকিস্তান বিপুল অর্থ রোজগার করে। সেই অর্থ ঘুর পথে শেষ পর্যন্ত জঙ্গিদের হাতেই পৌঁছায়। আর সেই জঙ্গিরাই আম ভারতীয়দের ওপর হামলা করবে, হত্যা করবে। এই বিষয়টি নিয়ে ভারতীয়রা যতই ক্ষোভ দেখাক, দারুণ খুশি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতই বিশ্ব ক্রিকেটের অর্থ ভাণ্ডার।

কেন ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ চায় পাক ক্রিকেটমহল

অথচ বিসিসিআই তাদের দিকে মুখ ফিরিয়ে থাকায় আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে পাকিস্তানের ক্রিকেট। আর তাই ফের ভাকত-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু করার কথা বললেন প্রাক্তন পাক তারকা পেসার ওয়াসিম আক্রাম। আক্রামের মতে, এবার ভারত ও পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু করা উচিত। রাজনৈতিক সম্পর্ক যাই হোক, খেলার মধ্যে এসব না আনাই উচিত বলে আক্রমের মত। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বেশ উত্তেজক হতে চলেছে বলেও আক্রাম জানিয়েছেন। এশিয়া কাপে টিম ইন্ডিয়া ফেভারিট হলেও পাকিস্তান লড়াই করবে বলে মনে করেন তিনি।

ওয়াসিমের নয়া দাবি

শেষবার ভারত-পাকিস্তান টেস্ট ও ওয়ানডে সিরিজ

প্রসঙ্গত, শেষবার ভারত ও পাকিস্তান টেস্ট সিরিজে খেলেছে ২০০৭ সালে। সেবার পাকিস্তান ভারতে এসে তিন টেস্টের সিরিজে খেলেছিল। অনিল কুম্বলের নেতৃত্বে সেই সিরিজে ১-০ জিতেছিল টিম ইন্ডিয়া। ২০০৮ সালে মুম্বই হামলার পর আর দুই দেশের মধ্যে কোনও টেস্ট সিরিজ হয়নি। ২০১৩ সালের পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ রয়েছে। শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ হয়েছে ২০১৩ সালে। সেই সিরিজে মিসবা উল হকের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজে জিতেছিল পাকিস্তান।  ভারতে হওয়া তিন ম্য়াচের সেই ওয়ানডে সিরিজে ২-১ জিতেছিল পাকিস্তান। ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ, আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে খেলার সম্ভাবনাই নেই।