শ্রীলঙ্কার ক্রিকেটে এখন সবচেয়ে বড় নাম স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইপিএলে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুর হাসারাঙ্গাকে রেকর্ড অর্থে কেনার পর থেকেই তাঁর ফর্ম তুঙ্গে। ক দিন আগে শেষ হওয়া লঙ্কান প্রিমিয়র লিগে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, সর্বাধিক রানসংগ্রকারী ব্যাটার, সর্বোচ্চ উইকেটশিকারী-সব পুরস্কারই জিতেছিলেন হাসারাঙ্গা। দেশের জার্সিতেও উজ্জ্বল হাসারাঙ্গা-র পারফরম্যান্স। কিন্তু চোটের কারণে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা। তাঁর অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়ে পড়ল গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
আজ, মঙ্গলবার এশিয়া কাপ ক্রিকেটের জন্য ১৫ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে নেতৃত্বে দেবেন দাসুন শনকা। হাসারাঙ্গার পাশাপাশি শ্রীলঙ্কার স্কোয়াডে নেই চোট ও করোনার কবলে পড়া দুষ্মন্ত চামিরা, দিলশান মদুশঙ্কা এবং লাহিরু কুমারা। চারজনই শ্রীলঙ্কার বোলিং আক্রমণের বড় শক্তি। করোনার কারণে স্কোয়াডে রাখা হয়নি আবিষ্কা ফার্নান্ডো-কেও। মোটের ওপর এশিয়া কাপে চোটে কাবু শ্রীলঙ্কা শিবির। আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন না রাহুল
দেখুন এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড
Sri Lanka have named their squad for #AsiaCup2023 🇱🇰 pic.twitter.com/PaGUyZpUoH
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 29, 2023
আসন্ন এশিয়া কাপে শ্রীলঙ্কার গ্রুপে আছে আফগানিস্তান ও বাংলাদেশ। তিনটি দেশের মধ্যে দুটি দল উঠবে রাউন্ড ফোরে, আর একটি দল বিদায় নেবে। এই গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায়। তিনটি দলের ফারাক খাতায়-কলমে উনিশ বিশ।