বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনের জন্য সেরা মঞ্চ হচ্ছে এশিয়া কাপ। প্রতিটা প্লেয়ারকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে বোর্ডের কাছে। সেই মঞ্চ কী  হাতছাড়া হতে চলেছে কে এল রাহুলের? এখনই সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তবে এশিয়া কাপের প্রথম দু ম্যাচে রাহুলকে দলে পাওয়া যাবে না বলে জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়।রাহুল বলেন চোটের কারণে পাকিস্তান ও নেপালের বিপক্ষে প্রথম দু’টি ম্যাচে পাওয়া যাবে না ৩১ বছর বয়সি ব্যাটারকে।রাহুল আরও বলেন এ দিন রাহুল দ্রাবিড় বলেন, “এক সপ্তাহ ধরে কেএল রাহুল আমাদের সঙ্গে বেশ ভালোই কাটিয়েছে। ভালো খেলেছে। প্রকৃত অর্থে অনেকটাই উন্নতি করছে। কিন্তু সিরিজের প্রথম ট্রিপের জন্য তাকে পাওয়া যাবে না”।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)