লন্ডন, ২৯ জুন, ২০১৯: ক্রীড়াতেও গৈরিকীকরণের অভিযোগ উড়িয়ে অবশেষে সেই কমসা জার্সিই চূড়ান্ত হল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল(India Team) । সব বিতর্ক ছাপিয়ে গেরুয়া জার্সিতেই এজবাস্টনে ইংল্যান্ড ম্যাচে (India Vs Englang)মাঠে নামতে দেখা যাবে ভারতকে।জার্সি প্রকাশের পর ফটোসেশনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার কোহলিদের নতুন গেরুয়া জার্সির আনুষ্ঠানিক প্রকাশের পরই মহম্মদ শামি টুইটে সেই জার্সির কয়েক ঝলকের ছবি পোস্ট করেন। ছবিতে শামির সঙ্গী ছিলেন লোকেশ রাহুল।
জার্সি নম্বর ১১(শামি) ও জার্সি নম্বর ১(লোকেশ রাহুল)-এর সেই ছবি ইতিমধ্যেই হাজার হাজার ভারতীয় ক্রিকেট ফলোয়ার্সরা রিটুইট করেছেন। টুইটে ছবি পোস্ট করে শামি লেখেন, নতুন জার্সিতে(New Jersey) ম্যাচের জন্যে একেবারে প্রস্তুত। শামির পাশাপাশি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ছবি পোস্ট করে লিখেছেন নতুন জার্সিতে মাঠ কাঁপাতে নামছে ভারত!
ভুবি ও জসপ্রীত বুমরাহ টুইটে নতুন জার্সিতে পেস ব্রিগেডের ছবি পোস্ট করেছেন। সেখানে শামি, ভুবি ও বুমরাহকে নতুন গেরুয়া জার্সিতে এক ফ্রেমে পাওয়া গিয়েছে।আরও পড়ুন, ICC World Cup-র ইতিহাসে নজির মহম্মদ শামি-র, ভেঙে গেল সব রেকর্ড
প্রসঙ্গত নতুন জার্সির ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, কোহলি-ধোনির (Virat Koholi) ছবি। ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়ককে প্রথমবার অভিনব গেরুয়া জার্সিতে দেখে লাইক, কমেন্ট, রিটুইটে ঝড় তুলে ছবি ভাইরাল করেছে নেটিজেনরা।