ম্যানচেস্টার, ২৮ জুন: মহম্মদ শামি অপ্রতিরোধ্য ফর্মে। ভুবনেশ্বর কুমার পাকিস্তান ম্যাচে চোট না পেলে যে শামির এখন রিজার্ভ বেঞ্চেল বসে থাকার কথা, বাংলা থেকে জাতীয় দলে খেলা সেই দাপুটে পেসারই এখন চলতি বিশ্বকাপের বিষ্ময়। আফগানিস্তানের বিরুদ্ধে হ্য়াটট্রিক সহ চার উইকেট, তারপর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৯ রান দিয়ে শামি নেন চারটি উইকেট।
মানে চলতি বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচেই আট উইকেট তুলে নিয়েছেন সামি। গতবার মানে ২০১৫ বিশ্বকাপে সামি ৭ ম্যাচে নিয়েছিলেন মোট ১৭টি উইকেট। এতেই হল বড় রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ২৫ উইকেট সংগ্রহের রেকর্ড গড়লেন শামি। ভুবনেশ্বর কুমার পাকিস্তান ম্যাচে হ্য়ামস্ট্রিংয়ে চোট না পেলে শামি হয়তো চলতি বিশ্বকাপে খেলারই সুযোগ পেতেন না। অথচ না বিশ্বকাপের আগে থেকেই দারুণ বল করছিলেন শামি। তবে ভারতীয় টিম ম্যানেজমন্ট বুমরা-ভুবনেশ্বর কুমার জুটি আস্থা রাখাতেই, শামিকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছিল। আরও পড়ুন- মডেলকে যৌনাঙ্গের ছবি পাঠিয়ে যৌনতার প্রস্তাব তারকা খেলোয়াড়ের!
বিশ্বকাপের ইতিহাসে মহম্মদ শামি-র স্পেল
২০১৫ বিশ্বকাপে
4/35: পাকিস্তানের বিরুদ্ধে
2/30: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
3/35: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2015
3/41: আয়ারল্যান্ডের বিরুদ্ধে
3/48: জিম্বাবোয়ের বিরুদ্ধে
2/37: বাংলাদেশের বিরুদ্ধে
0/68: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
২০১৯ বিশ্বকাপে
4/40: আফগানিস্তানের বিরুদ্ধে
4/16: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
মোট ৯টি বিশ্বকাপ ম্যাচে ২৫টি উইকেট
গড় ১৪
ইকনমি রেট ৪.৫৩
স্ট্রাইক রেট ১৮.৫
শামি যে ম্যাচে উইকেট নেননি, একমাত্র সেই ম্য়াচেই হারে ভারত।