Virat Kohli. (Photo Credits: Twitter)

মুম্বই, ৮ মে: আরও একবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। আরও একবার কোহলি গোল্ডেন ডাক হলেন। রবিবার আইপিএলে (IPL 2022) ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ওপেন করতে নেমে ম্যাচের প্রথম বলে কোহলিকে আউট করেন স্পিনার জগদীশা সুচিথ। এই নিয়ে চলতি আইপিএলে তিনবার প্রথম বলেই আউট হলেন কিং।

গত ১৯ এপ্রিলে সুপার জায়েন্টস ও তারপরের ম্যাচ ২৩ এপ্রিল সানরাইজার্সের কাছে প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট। তারপর শেষ তিনটে ম্যাচে বিরাট করেছিলেন ৩০,৫৮,৯। জোড়া গোল্ডেন ডাকের তিন ম্যাচ ফের শূন্যতায় ফিরলেন কোহলি। আরও পড়ুন: জঘন্য হার রোনাল্ডোদের, আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যানচেস্টার ইউনাউইটেড

দেখুন টুইট

অধিনায়ক ফাফ দুপ্লেসি-র সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। সুপার সানডে-তে সুপার ফ্লপ বিরাট। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,৫০০ রানে (6,500 Runs In IPL) পৌঁছনো থেকে মাত্র এক রান দূরে ছিলেন কোহলি। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই বিশাল ল্যান্ডমার্কে (Huge Landmark) পৌঁছতে নেমেছিলেন তিনি। কিন্তু শূন্যতায় আজ রেকর্ড গড়া হল না বিরাটের।