Virat Kohli. (Photo Credits: X)

Virat Kohli IPL Records: চলতি আইপিএলে লিগ পর্যায়ের খেলার শেষ ম্য়াচে একই সঙ্গে তিনটি বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি। মঙ্গলবার সন্ধ্যায় লখনৌয়ে ঋষভ পন্থের দুরন্ত সেঞ্চুরি পর জয়ের জন্য ২২৮ রান তাড়া করতে নেমে দারুণ খেলছেন কোহলি। পন্থদের বিরুদ্ধে এদিন মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন কোহলি। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশীবার হাফ সেঞ্চুরি করার নজির গড়লেন কিং কোহলি (৬৩ বার)।

৯ হাজার রানের মাইলস্টোনে

পাশাপাশি এবারের আইপিএলে ৬০০-র বেশী রানও করা হয়ে গেল আরসিবি-র মহাতারকার। লোকেশ রাহুলকে ছাপিয়ে গিয়ে আইপিএলে সবচেয়ে বেশীবার এক মরসুমে ৬০০-র বেশী রানের নজির গড়লেন কোহলি (৫ বার)। এখানেই রেকর্ডের শেষ নয়, আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একটা ফ্র্য়াঞ্চাইজি দলের হয়ে খেলে ৯ হাজার রান করার রেকর্ডও এদিন গড়লেন কোহলি।

কোহলির কীর্তি

 

৫৪ রানে এদিন আউট হন কোহলি

শেষ পর্যন্ত এদিন কোহলি ৩০ বলে ৫৪ রান করে লখনৌয়ের পেসার আবেশ খানের বলে আউট হয়ে যান। কোহলি এদিন কোনও ওভার বাউন্ডারি না মেরেও, ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।