Vinesh Phogat (Photo Credit: The Bridge/ X)

প্যারিস, ৬ অগাস্ট: অলিম্পিক কুস্তিতে ইতিহাস গড়লেন হরিয়ানার তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। অলিম্পিকে দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ফাইনালে উঠলেন ২৯ বছরের ভিনেশ। সেই সঙ্গে প্যারিসে অলিম্পিকে ভারতের চতুর্থ পদক নিশ্চিত হল। শ্যুটিংয়ের পর কুস্তি থেকে আইফেল টাওয়ারের দেশের অলিম্পিকে পদক এল। জাপান, ইউক্রেনের পর কিউবার চ্যাম্পিয়ন কুস্তিগীরকে হারিয়ে ফাইনালে উঠলেন ভিনেশ।

Vinesh Phogat celebrates her win over Japan's Yui Susaki at Paris Olympics 2024 (Photo credit: X @OlympicKhel)

সাক্ষী মালিকের পর দ্বিতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক পদক নিশ্চিত করলেন তিনি। ২০১৬ রিও অলিম্পিকে দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে পদক (ব্রোঞ্জ) জিতেছিলেন সাক্ষী। এবার দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে ফাইনালে খেলবেন ভিনেশ। আরও পড়ুন-শীর্ষে থেকেই ফাইনালে নীরজ চোপড়া, বৃহস্পতিবার প্যারিসে সোনা জেতার সম্ভাবনা কতটা সোনার ছেলের!

বিশ্ব চ্যাম্পিয়নকে শুরুতে হারিয়ে চমকে দেওয়া ভিনেশ সেমিফাইনালে ৫-০ পরাস্ত করলেন কিউবার ইউসনেসি গাজম্যান। ভিনেশের সামনে দাঁড়াতে পারছেন না তার প্রতিপক্ষরা। মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে আমেরিকার সারহা হিলড্রানডাট অথবা মঙ্গোলিয়ার দোলগোরজাভায়ন ওাতগনজারগাল। ফাইনালে ওঠার পথে ভিনেশের সবচেয়ে বড় জয় ছিল প্রি কোয়ার্টারে। প্রথম রাউন্ডে ভিনেশ হারান চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-কে। যে সুসাকি আন্তর্জাতিক কুস্তিতে টানা ৮০টি লড়াইয়ে জিতে অপরাজেয়রা তকমা পেয়েছেন।

গতবার টোকিও অলিম্পিকে তিনি কোনও পয়েন্ট না হারিয়ে সোনা জিতে নজির গড়েছিলেন। সেই সুসাকি ধরাশায়ী হলেন ভিনেশের কাছে। ক মাস আগেও বিজেপির প্রাক্তন সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ওঠার পর আন্দোলনে নেমে পুলিশের লাঠি খেয়েছিলেন ভিনেশ। পুলিশের লাঠি খেয়ে মাটিতে লুটিয়ে পড়া ভিনেশ এদিন পদক নিশ্চিত করে ম্যাটে খুশিতে লুটিয়ে পড়লেন। দুটি ছবি কেমন যেন প্রতীকী হয়ে থাকল।

এদিন কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচের বিরুদ্ধে ভিনেশ জেতেন ৭-৫। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকির বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দেন ভিনেশ। যে সুসাকি এর আগে কখনও আন্তর্জাতিক কুস্তির কোনও ম্যাচে হারেননি। সাক্ষী মালিকের পর দেশের দ্বিতীয় মহিলা হিসেবে অলিম্পিক কুস্তিতে পদক জয়ের হাতাছানি হরিয়ানার দঙ্গল গার্লের সামনে।

এর আগে অলিম্পিকে কুস্তিতে একটি রুপো (২০১২ লন্ডন) ও একটি ব্রোঞ্জ (২০০৮ বেজিং) জিতেছিলেন সুশীল কুমার। কেডি যাদব (১৯৫২ হেলসেঙ্কি, ব্রোঞ্জ), যোগেশ্বর দত্ত (২০১২ লন্ডন, ব্রোঞ্জ) সাক্ষী মালিক (২০১৬ রিও, ব্রোঞ্জ), রবি দাহিয়া (২০২০ টোকিও, রুপো), বজরং পুনিয়া (২০২০ টোকিও, ব্রোঞ্জ)-রাও অলিম্পিকে পদক জিতেছিলেন। ভিনেশের এশিয়ান গেমসে একটি সোনা, একটা ব্রোঞ্জ আছে। পাশাপাশি হরিয়ানার ২৯ বছরের কুস্তিগীরের তিনটি কমনওয়েলথ গেমসে সোনাও আছে। এবার অলিম্পিক পদকও জিতে ফেললেন তিনি।