Vijender Singh joins Wrestlers Protest: প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন বক্সার বিজেন্দ্র সিং, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে
Boxer Vijender Singh (Photo Credit: IANS/Twitter)

দিল্লি, ১৮ জানুয়ারি: শুক্রবার দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) ভারতীয় কুস্তি ফেডারেশন ও তার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে যোগ দিলেন বক্সার বিজেন্দ্র সিং (Vijender Singh)। কংগ্রেস নেতা বিজেন্দ্র সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে তিনি আজ কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে এসেছেন। পরে প্রাক্তন ভারতীয় ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়ার (Krishna Poonia) সঙ্গে সাংবাদিক বৈঠকে জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে গুরুতর ও জোরালো অভিযোগ আনা হয়েছে, তাঁর বিরুদ্ধে উপযুক্ত ধারায় ব্যবস্থা নেওয়া হোক। সেই সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই বিষয়ে চুপ করে রয়েছেন, এটা নিন্দনীয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। Anurag Thakur Meets Wrestlers: তড়িঘড়ি ফল! রাতেই প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের

বৃহস্পতিবার ভারতের শীর্ষ কুস্তিগীর ভিনেশ ফোগত (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia) সহ বেশ কয়েকজন কুস্তিগীর বুধবার থেকে যন্তরমন্তরে শুরু হওয়া অবস্থান বিক্ষোভে অংশ নেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও কোচের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা এবং ফেডারেশনের কাজকর্মে অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন কুস্তিগীররা। তারা ফেডারেশনের পূর্ণাঙ্গ সংস্কার দাবি করেন। যদিও মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ওঠায় পদত্যাগের জন্য চাপে পড়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে ব্রিজভূষণ বলেন এটি একটি 'রাজনৈতিক ষড়যন্ত্র' এবং তিনি এর 'পর্দাফাঁস' করবেন।