গুরুগ্রাম: ফুটবল ম্যাচকে (Football Match) কেন্দ্র করে তুমুল মারামারিতে (Ugly Fight) জড়াল গুরুগ্রামের (Gurugram) জিডি গোয়েঙ্কা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের (GD Goenka University Campus) ভারতীয় (Indian) ও নাইজেরিয়ান (Nigerian) পড়ুয়ারা। বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি এমন জায়গায় যায় যে ৫০-৬০ জন নাইজেরিয়ান পড়ুয়া ক্যাম্পাস ছেড়ে অন্যত্র চলে গেছিল।

সূত্রের খবর, শনিবার জিডি গোয়েঙ্কা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আফ্রিকান ও ভারতীয় পড়ুয়াদের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ চলাকালীন হাতাহাতি জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা। যা পড়ে তুমুল মারামারিতে পরিণত হয়। বিষয়টির জেরে প্রায় ৬০ জন নাইজেরিয়ান পড়ুয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে অন্যত্র চলে গেছিল। পরে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হওয়ার পরেই ফের তারা ক্যাম্পাসে ফিরে আসে।

এপ্রসঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত নাইজেরিয়ান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ওই বিশ্ববিদ্যালয়ে পাঠরত ৮৬ জন নাইজেরিয়ান পড়ুয়াকে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ওই পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি প্রথমে সুনিশ্চিত করা হয়েছে। তারপরই রবিবার ফের তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গেছে।

নাইজেরিয়ার দূতাবাসের পক্ষ থেকে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনও রকম সমঝোতা করা হবে না। এরপরে এই ধরনের কোনও ঘটনা ঘটলে, নাইজেরিয়ার কোনও পড়ুয়ার কিছু হলে ভারতীয় কতৃপক্ষই দায়ী থাকবে।