Virat Kohli Breaks Sachin Tendulkar Records: হৃদয়ভাঙা বিশ্বকাপকে নজির গড়ার কাপ বানালেন বিরাট, সচিনের আরও একটা বড় রেকর্ড ভাঙলেন কোহলি
Sachin Congratulates Virat (Photo Credit: Star Sports/ X)

হৃদয়ভাঙা বিশ্বকাপটা নজিরভাঙার বিশ্বকাপ হয়ে থাকল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। একটুর জন্য তাঁর দ্বিতীয় বিশ্বকাপটা জিততে না পারলেও এবারের টুর্নামেন্টে একের পর এক বড় রেকর্ড ভাঙলেন বিরাট। টুর্নামেন্টের একেবারে শেষে এসে বিরাট এবার ভাঙলেন সচিন তেন্ডুলকরের আরও একটা বড় নজির।

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে একটা সংস্করণে সর্বাধিক রান করার নজির গড়েছেন বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বিরাট মোট ৭৬৫ রান করেন। সেই সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত কোহলি। এবারের বিশ্বকাপে ওয়ানডে-তে সচিন তেন্ডুলকরের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০টি তিন অঙ্কের রানের ইনিংস খেলার নজিরও গড়েছেন বিরাট। আরও পড়ুন-আইসিসি-র বিশ্বকাপের সেরা একাদশে ৬ ভারতীয়

এবার সচিনের আরও একটা বড় রেকর্ড ভাঙলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশীবার 'ম্য়ান অফ দ্য টুর্নামেন্ট'(Man of The Tournament) হওয়ার নজির গড়লেন কোহলি। সচিনের (২০) রেকর্ড ভেঙে কোহলি ২১ বার ম্য়ান অফ দ্য সিরিজের পুরস্কার জিতলেন।

সচিন যেখানে ১৮৩টি সিরিজ খেলে ২০ বার ম্যান অফ দি সিরিজের পুরস্কার জেতেন, সেখান কোহলি তাঁর চেয়ে ২৬টি সিরিজ কম খেলেই সবচেয়ে বেশীবার সিরিজ সেরার পুরস্কার জয়ীর রেকর্ড গড়লেন।