অলিম্পিক হল বিশ্বের খেলার মেলা। আর সেই দুনিয়ার মেলায় আজব কত ঘটনা ঘটে। অলিম্পিকে অনেক সময়ই এমন কিছু ঘটনা ঘটে যা জীবনকে অনুপ্রেরণা দেয়। এই যেমন ভেনেজুয়েলার ৬০ বছরের শ্য়ুটার লিওনেল মার্টিনেজ (Leonel Martinez )। চলতি প্যারিস অল্পিম্পিকে () মার্টিনেজ অংশ নিয়েছেন শ্যুটিংয়ের ট্র্যাপ বিভাগ। অবাক করা কথা হল এই ভেনেজুয়েলান শ্য়ুটারের বয়স যখন ২০, তখন তিনি ১৯৮৪ লস অ্যাঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন। তার ৪০ বছর বাদে তিনি তাঁর দ্বিতীয় অলিম্পিকে নামলেন।
প্যারিসে তিনি কোয়ালিফিকশনে ২৮তম স্থানে শেষ করলেন। ফাইনালে উঠতে না পারলেও গোটা দুনিয়ার কাছে প্রত্যাবর্তনের অন্য নাম হিসেবে থেকে যাবেন লিওনেল মার্টিনেজ। প্যারিসের পর তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে চান। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান। হাসতে হাসতে তিনি বললেন, "রোজ শরীরের পিছনে পরিশ্রম করি। শ্যুটিংয়ের জন্য সময় দিই। বয়স এখন আমার কাছে সংখ্যার খেলা ছাড়া কিছুই নয়।"
দেখুন ছবিতে
4⃣0⃣ years since his last Olympic Games! 🤯
At age 60, Venezuela’s Leonel Martinez 🇻🇪 will be the oldest shooting sport athlete at #Paris2024 👏
📸 covofficial | #ISSF | #ShootingSport | #HitTheMark pic.twitter.com/3wqy6MFKuN
— ISSF (@issf_official) July 23, 2024
দেখুন ছবিতে
Venezuelan Leonel Martínez made his Olympic debut in 1984 in LA, then left the game and started a company. 40 years later, he is back in #Paris2024 at the age of 60. Wants to compete at 2028 LA Games because that would compete a circle. He’d be 64 then. pic.twitter.com/NkOs22lgY2
— Stereotypewriter (@babumoshoy) August 1, 2024
প্রসঙ্গত, দুটো অলিম্পিকের মধ্যে বেশী ব্যবধানে খেলতে নামার রেকর্ডটা আছে ঘোড়ার খেলা ইকুয়েস্ট্রিয়ানের জাপানের ড্রেসেজ রাইডার হোকেতসু হিরোসি। তিনি ১৯৬৪ অলিম্পিকে প্রথমবার খেলতে নেমেছিলেন। তারপর ৬৭ বছর বয়েসে খেলেছিলেন বেজিং অলিম্পিকে। হিরোসির পর এই নজির গড়লেন ভেনেজুয়েলার শ্যুটার লিওনেল মার্টনেজ।