Travis Head and Marcus Stoinis (Photo Credit: JioHotstar)

Varun Aaron SRH Bowling Coach: ভারতের প্রাক্তন তারকা পেসার বরুণ অ্যারন এবার নয়া দায়িত্বে। ৩৫ বছর বয়েসেই প্রাক্তন হয়ে যাওয়া বরুণকে এবার আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি দলের বোলিং কোচ হিসাবে দেখা যাবে। ১৫২-১৫৩ কিলোমিটার গতিতে বল করা বরুণ এবার সান রাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)  বোলিং কোচ হবেন। যে সান রাইজার্সের অধিনায়ক হলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স আর হেড কোচ হলেন ড্যানিয়েল ভিত্তোরি।

কামিন্স, সামিদের বোলিং কোচ হলেন বরুন

ক মাস আগে আইপিএলে সান রাইজার্স হায়দারাবাদের বোলিং কোচ হিসেবে ছিলেন দুজন- জেমস ফ্র্যাঙ্কলিন (পেস) ও মুত্তিয়া মুরলীধরন (স্পিন)। খুব সম্ভব ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে কমলা বাহিনীর বোলিং কোচ হলেন ভারতের জার্সিতে ৯টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা ঝাড়খণ্ডের পেসার। ভারতের হয়ে বরুণ অ্যারন ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছিলেন। বারবার চোটের কারণে তাঁর ক্রিকেটীয় কেরিয়ার বেশ ছোট হয়ে যায়।

সান রাইজার্সের বোলিং কোচ হলেন বরুন অ্যারন 

সান রাইজার্সে কারা আছেন

আইপিএলে চারমিনারের শহরের ফ্র্যাঞ্চাইজি কামিন্সের দলের তারকা পেসাররা হলেন মহম্মদ সামি, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকট, ভূবনেশ্বর কুমার, এশান মালিঙ্গা, সিমারজিত সিং, জিসান আনসারি ও উমরন মালিক। সান রাইজার্সের স্পিনাররা হলেন রাহুল চাহার, অ্যাডাম জাম্পা। গত আইপিএলে তেমন ভাল বল করতে পারেননি জাম্পা। ১০ দলের আইপিএলে গতবার ৬ নম্বরে শেষ করে সান রাইজার্স।