Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

Vaibhav Suryavanshi: আইপিএলের ঝড়টা দেশের জার্সিতেও বয়ে চলেছে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডে যুব দলের জার্সিতে বিস্ফোরণ ভারতীয় ক্রিকেটের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। মঙ্গলবার নর্থাদম্পটনে তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে বৈভব ৩১ বলে ৮৬ রানের অবিশ্বাস্য খেলল। ৯টি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি দিয়ে সাজানো একেবারে বিস্ফোরক ইনিংস খেলল বৈভব। জয়ের জন্য ২৬৯ রান তাড়া করতে নেমে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করে বৈভব। হাফ সেঞ্চুরির মধ্যে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকেই রাজস্থান রয়্যালসের ওপেনার ৪৬ রানই নেন বাউন্ডারির মাধ্যমে। হাফ সেঞ্চুরি পূর্ণ করার রানের গতি আরও বাড়তে থাকে বিহারের বিষ্ময় প্রতিভা। শেষ পর্যন্ত ৯টি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ২৭৭ স্ট্রাইক রেটের বিস্ফোরক ইনিংসটা শেষ হয় বৈভবের। তার ইনিংসের ৭৮ রানই আসে শুধু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে।

তবে রান পেলেন না এই ম্যাচে আয়ুষ মাত্রে না খেলায়, ভারতীয় যুব দলের অধিনায়কত্ব করা অভিজ্ঞান কুণ্ডু (১২)। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড যুব দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান করেছিল। ৪৪ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংসে খেলেন ইংল্যান্ড যুব দলের অধিনায়ক থমাস রেউ। ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন ভারতের কনিষ্ক চৌহান।

ইংল্যান্ডে বৈভবের ঝড়

মাত্র ১৪ বছর বয়েসে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানো বৈভব এবার ইংল্যান্ডে দেশের যুব দলের জার্সিতে বেশ নজর কাড়ছে। প্রথম দুটি ম্যাচে বৈভব বিস্ফোরক ৩৪ বলে ৪৫ রান ও ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১।