
Vaibhav Suryavanshi: ইংল্য়ান্ডে জাতীয় যুব দলের জার্সিতে বিহারের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর চমক অব্যাহত। শনিবার ওরসেস্টারে ইংল্য়ান্ডের অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার পর, বৈভব শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রানে আউট হয়। ১৩টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪৩ রানের ইনিংসে বৈভবের স্ট্রাইক রেট ১৮৩-র বেশি ছিল। মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে বৈভব। বৈভবের পাশাপাশি তিন নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেন বিহান মালহোত্রা (১২১ বলে ১২৯ রান)। জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে ভারতের অনুর্ধ্ব ১৯ দল নির্ধারিত ৫০ ওভার করে ৩৬৩ রান। দ্বিতীয় উইকেটে বৈভব-বিহান জুটি ১৪৪ বলে ২১৯ রান যোগ করে। এই ম্য়াচে জিতলেই ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে জিতে নেমে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল।
বৈভবের পর সেঞ্চুরি বহান মালহোত্রার
গত মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে বৈভব করেছিল ৩১ বলে ৮৬ রান। ইংল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে রাজস্থান রয়্য়ালসের বিহারী বিষ্ময় যথাক্রম ১৯ বলে ৪৮ ও ৩৪ বলে ৪৫ রান করেছিল। প্রসঙ্গত, ক মাস আগে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে নজির গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় বৈভব।
দেখুন বৈভবের ব্যাটিং
🚨 Teenage sensation Vaibhav Suryavanshi hits a sublime 52-ball hundred at Visit Worcestershire New Road and ends out on 143 from 73 deliveries, with 23 boundaries 🤯🇮🇳 @BCCI pic.twitter.com/xD3TWqEMnz
— Worcestershire CCC (@WorcsCCC) July 5, 2025
অবিশ্বাস্য ব্যাটিং করছেন বৈভব
গত মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে বৈভব করেছিল ৩১ বলে ৮৬ রান। ইংল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে রাজস্থান রয়্য়ালসের বিহারী বিষ্ময় যথাক্রম ১৯ বলে ৪৮ ও ৩৪ বলে ৪৫ রান করেছিল। প্রসঙ্গত, ক মাস আগে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে নজির গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় বৈভব।