Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়া বৈভব সূর্যবংশী এবার দেশের অনুর্ধ্ব-১৯ (India Under-19 Cricket Team) জার্সিতে জ্বলে উঠল। ব্রাইটনে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ১৯ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলল বিহারের ছেলে বৈভব। তার ইনিংসে ভর করে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে ম্যাচ ৬ উইকেটে জিতে নিল ভারতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল। মাত্র ২৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আয়ুষ মাত্রে-র দল। পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ এগিয়ে গেল ভারতীয় যুব ক্রিকেট দল।

১৯ বলের ইনিংস বৈভব এদিন হাঁকায় ৫টি ছক্কা, চারটি চার

জয়ের জন্য ১৭৫ রান তাড়া করতে নেমে ১৯ বলের ছোট্ট ইনিংসে বৈভব মারেন ৫টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি। অধিনায়ক আয়ুষ মাহাত্রের সঙ্গে ব্যাট করতে নেমেছিল বৈভব। আয়ুষ আউট হন ব্যক্তিগত ২১ রানে। ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনে উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় যুব দলের জয়ে নায়ক স্পিনার-অলরাউন্ডার কনিষ্ক চৌহান।

অ্যান্ডু ফ্লিনটফের ছেলে রকি দুরন্ত ইনিংস খেলল

ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি (৫৬) দুরন্ত ইনিংস খেলল। তবে লোয়ার মিডল অর্ডার, ও টেলেন্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ায় ২ উইকেটে ৯০ থেকে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল মাত্র ৪২.২ ওভারে ১৭৪ রানে অল আউট হয়ে যায়। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল ইংল্যান্ডে পাঁচটি ওয়ানডে ও দুটি যুব টেস্ট খেলবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ, সোমবার নর্থাম্পটনে।

ইংল্যান্ডে ভারতের ছোটরা ৫টি ওয়ানডে ও ২টি যুব টেস্ট খেলবে

আগামী বছর জানুয়ারিতে জিম্বাবোয়ে ও নামিবিয়াতে হবে আইসিসি যুব ক্রিকেট বিশ্বকাপ (অনুর্ধ্ব ১৯)। মোট ১৬টি দেশকে নিয়ে হবে ৫০ ওভারের এই ক্রিকেট বিশ্বকাপ। গত বছর ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।