Vaibhav Suryavanshi 52 Ball Century: ইংল্য়ান্ডে দেশের যুব দলের জার্সিতে অপ্রতিরোধ্য ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। শনিবার ওরসেস্টারে চতুর্থ যুব ওয়ানডে ম্যাচে ইংল্য়ান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করল বৈভব। যুব ওয়ানডে-র ইতিহাসে এটাই দ্রুতম সেঞ্চুরি। এদিন ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে বৈভব। ৭টি ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে ১৪ বছরের বিহারের বিষ্ময় প্রতিভা। এদিন অধিনায়ক আয়ুষ মাত্রে (৫) শুরু আউট হয়ে গেলেও ১৪ বছরের বিষ্ময় প্রতিভা প্রায় বলেই চার, ছক্কা হাঁকাতে থাকেন। 'বাচ্চা' বৈভবের সামনে ইংল্যান্ডের যুব দলের বোলিংকে 'বাচ্চা' দেখায়।
দেড়শো রানের দিকে এগোচ্ছে বৈভব
বৈভব ঝড়ে যুব টিম ইন্ডিয়া ২৩ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি টপকে গিয়েছে। সব ঠিক থাকলে এখান থেকে ৪০০ হাঁকাতে পারেন বৈভব-রা। এই ম্য়াচে জিতলেই ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে জিতে নেমে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল।
বৈভবের ৫২ বলে সেঞ্চুরি
14-year-old Vaibhav Suryavanshi has just slammed a 52-ball century for India Under-19s against England Under-19s in Worcester!
It is the fastest-known hundred in Youth ODIs 🤯 pic.twitter.com/kwlLS9ieBh
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 5, 2025
আইপিএলে ৩৪ বলে সেঞ্চুরি করেছিল বৈভব
গত মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে বৈভব করেছিল ৩১ বলে ৮৬ রান। ইংল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে রাজস্থান রয়্য়ালসের বিহারী বিষ্ময় যথাক্রম ১৯ বলে ৪৮ ও ৩৪ বলে ৪৫ রান করেছিল। প্রসঙ্গত, ক মাস আগে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে নজির গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় বৈভব।