নেদারল্যান্ডসে আয়োজিত টাটা স্টিল দাবা টুর্নামেন্টে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল, রবিবার টুর্নামেন্টের চ্যালেঞ্জে চতুর্থ রাউন্ডের ম্যাচের আগে ভারতের তারকা দাবাড়ু বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ (Nodirbek Yakubbov)। পেশাদার দাবার স্বাভাবিক রীতি মেনে গ্র্যান্ডমাস্টার বৈশালী হাত এগিয়ে দিলেও, উজবেক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু হাত মেলাতে অস্বীকার করেন।
প্রজ্ঞানন্দের দিদির পাল্টা
পাল্টা হিসেবে উজবেক দাবাড়ুকে হাত মেলাননি বৈশালী। বৈশালী হলেন ভারতের তারকা দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের দিদি।
দেখুন কী বললেন উজবেক গ্র্যান্ডমাস্টার
Dear chess friends,
I want to explain the situation that happened in the game with Vaishali. With all due respect to women and Indian chess players, I want to inform everyone that I do not touch other women for religious reasons.#chess #fide #islam@ChessbaseIndia @Uzchesss
— Nodirbek Yakubboev (@NodirbekYakubb1) January 26, 2025
সমালোচনার পর ক্ষমা চেয়ে নিলেন
তীব্র সমালোচিত হওয়ার পর ২৩ বছরের গ্র্যান্ডমাস্টার ইয়াকুববোয়েভ ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, "বৈশালীর সঙ্গে ম্যাচ নিয়ে যে বিষয়ে বিতর্ক হচ্ছে তা নিয়ে আমি কিছু জিনিস পরিষ্কার করতে চাই। ভারতীয় ও মহিলা দাবাড়ুদের আমি সম্মান জানিয়ে সবাইকে জানাতে চাই, ধর্মীয় কারণে আমি অন্য মহিলাদের স্পর্শ করি না। আমি বৈশালী ও তার ভাই রমেশবাবু সম্মান করি। আমার আচরণে কারও যদি খারাপ লেগে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।"