![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Usman-Khawaja-380x214.jpg)
মঙ্গলবার এজবাস্টনে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন তারকা এই অজি ওপেনার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে ১২ জন ব্যাটার পাঁচ দিনই ব্যাট করার নজির গড়েন। ভারতের এমএল জয়সীমা, রবি শাস্ত্রী, চেতেশ্বর পূজারা-রা টেস্টের পাঁচ দিনই ব্যাট করে নজির গড়েছিলেন।
এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষের দিকে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ৮ উইকেট ৩৯৩ রানে ডিক্লেয়ার করার পর অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন খোয়াজা। টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করার পর ১২৬ রানে। অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে তিনি ইংল্যান্ডের পেসার রবিনসনের বলে ব্যক্তিগত ১৪১ রানে আউট হন।
এরপর টেস্টের চতুর্থ দিনে ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস ২৭৩ রানে শেষ হওয়ার পর, অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৩৪ রানে অপরাজিত থাকেন খোয়াজা। ম্যাচের শেষ তথা পঞ্চম দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর খেলা শুরু হলে নাইট ওয়াচম্যান স্কট বোল্যান্ডকে নিয়ে ব্যাট করতে নামেন খোয়াজা।