মহিলাদের ফুটবল বিশ্বকাপে বড় অঘটন। রবিবার মেলবোর্নে প্রি কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে সুইডেনের কাছে ৪-৫ গোলে হেরে বিদায় নিল গত দু'বারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবল দল। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল শোলশূন্য থাকার পর ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। কিন্তু সেখানেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পাঁচটি শটের মধ্যে দুটি দলই দুটি করে গোল মিস করে। ৩-৩ থাকা অবস্থায় সাডেন ডেথে গড়ায় ম্য়াচ। সাডেন ডেথে দুটি দলই প্রথম শটে গোল করেন। কিন্তু আমেরিকা এরপর মিস করায়, সুইডেন অঘটন ঘটিয়ে শেষ আটে ওঠে। টাইব্রেকার, সাডেন ডেথ সহ পুরো ম্যাচে অপ্রতিরোধ্য গোলকিপিং করে দলকে জেতালেন সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচ (Zećira Mušović)। সুইডেনের সামনে সেমিফাইনালে ওঠার ম্যাচে মুখোমুখি জাপান। অন্য কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও নেদারল্যান্ডস।
১৯৯১ সাল থেকে মহিলাদের ফুটবল বিশ্বকাপ হয়েছে। মহিলাদের ফুটবলে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিটি বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলেছে। কিন্তু এবার প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল মার্কিন মহিলা ফুটবল দলকে। মহিলাদের গত তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে আমেরিকা। তার মধ্যে গত দুটি- ২০১৫ ও ২০১৯ মহিলাদের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকার মেয়েরা। আর তার আগে ২০১১ বিশ্বকাপের ফাইনালের জাপানের কাছে হেরে তারা রানার্স হয়। তার আগে দুটি বিশ্বকাপে ব্রোঞ্জ জেতে আমেরিকা (২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে)। আর প্রথম তিনটি মহিলা বিশ্বকাপের মধ্যে দু বার চ্যাম্পিয়ন ও একবার তৃতীয় হয় তারা। কিন্তু এবার বদলে গেল সব কিছু। এবার বিশ্বকাপে মাত্র একটা ম্য়াচে জিতে দেশে ফিরছে মার্কিন মহিলা দল। গ্রুপ লিগে মাত্র একটি ম্যাচ জেতে,আর দুটিতে ড্র করে আমেরিকা। আরও পড়ুন-একটা ভুল শটের মাসুলে খেতাব হাতছাড়া, অসম্ভব লড়ে ফাইনালে একটুর জন্য হার প্রণয়ের
মহিলাদের ফুটবল বিশ্বকাপে আমেরিকা
1991: 🏆
1995: 🥉
1999: 🏆
2003: 🥉
2007: 🥉
2011: 🥈
2015: 🏆
2019: 🏆
2023: Last 16
It's the earliest the #USWNT have exited from a #FIFAWWC. #SWEUSA | #SWE | #USA pic.twitter.com/mgS6AUu8kN
— The Athletic | Football (@TheAthleticFC) August 6, 2023
দেখুন টুইট
Sweden win on penalties, and the #USWNT are out of the World Cup!
🇸🇪 : ✅✅❌❌✅✅✅
🇺🇸 : ✅✅✅❌❌✅❌ #SWEUSA | #SWE | #USA | #FIFAWWC pic.twitter.com/hsFN5usLJz
— The Athletic | Football (@TheAthleticFC) August 6, 2023
মহিলাদের ফুটবলে আমেরিকার একাধিপত্য শেষ হল। চার বিশ্ব চ্যাম্পিয়নের পাশাপাশি মার্কিন মহিলা ফুটবল দল চারটি অলিম্পিক সোনা ও দুটি পদকও জিতেছে। পুরুষদের সেভাবে প্রভাব না থাকলেও মহিলাদের ফুটবলে এতটাই দাপট আমেরিকার।