Aryna Sabalenka. (Photo Credits: Twitter)

US Open 2025: একদিকে নজির গাড়া আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka) । অন্যদিকে, নজর কাড়া আমান্ডা আনিসিমোভা (Amanda Anisimova)। শনিবার ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুনিয়ার এক নম্বর বেলারুশের তারকা সাবালেঙ্কা ও মার্কিন তরুণী আনিসিমোভা। ২৭ বছরের সাবালেঙ্কা টানা তিনবার ইউএস ওপেনের ফাইনালে খেলবেন। অন্যদিকে, রাশিয়া থেকে আমেরিকায় আসা আনিসিমোভা টানা দুটো গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলতে নামবেন। গতবার ইউএস ওপেন খেতাব জয়ী সাবালেঙ্কার সামনে ক মাস আগে উইম্বলডনের ফাইনালে ০-৬,০-৬ হারা আসনিসিমেভা।

টানা তিনবার ইউ এস ওপেনের ফাইনালে উঠে এদিন নজির গড়েন সাবালেঙ্কা। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর এই প্রথম কোনও মহিলা ইউএস ওপেনে টানা তিনবার ফাইনালে খেলবেন। বেলারুশের তারকা এদিন সেমিফাইনালে হারান মার্কিন তারকা জেসিকা পেগুলা-কে। প্রথম সেটে ৪-৬ হারের পর দারুণ কামব্যাক করে তাঁর গ্র্যান্ডস্লাম কেরিয়ারে সপ্তমবার ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। তাঁর চতুর্থ গ্র্যান্ডস্লাম খেতাবের পথে সাবালেঙ্কার কাঁটা এখন মার্কিন তরুণী আমান্ডা আনিসিমোভা। এদিন জাপানের তারকা নাওমি ওসাকা-র বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনালে জিতলেন টুর্নামেন্টের অষ্টম বাছাই আমান্ডা।

ফাইনালে আসালেঙ্কা বনাম আনিসিমোভা

চারটি গ্র্যান্ডস্লাম জয়ী জাপানি ওসাকা এদিন ফাইনালে ওঠার লড়াইয়ে ৭-৬ প্রথম সেট জয়ের পর , দ্বিতীয় সেটে ৭৬ জেতেন আমান্ডা। এরপর নির্ণায়ক সেটে ৬-৩ জিতে নিয়ে উইম্বলডনের পর এবার ইউ এস ওপেনের ফাইনালে উঠলেন ২৪ বছরের নিউ জার্সির আমান্ডা আনিসিমোভা। আমন্ডা যখন তাঁর মায়ের পেটে, তখন তাঁর পরিবার রাশিয়া থেকে আমেরিকা এসেছিল। ওর-বাবা মায়ের লক্ষ্য ছিল রাশিয়া ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সন্তানদের ভাল কেরিয়ার, উন্নত পড়াশোনা করানো।

ফাইনালে ওঠার ওঠার আনিসিমোভা-র উচ্ছ্বাস

সেখান থেকে একেবারে টানা দুটো গ্র্যান্ডস্লামের ফাইনাল। আর নিজের দেশের মাটিতেই প্রথমবার তার কেরিয়ারে গ্র্যন্ডস্লাম জেতার সুযোগ আনিসিমোভার কাছে। ক মাস আগে উইম্বলডন ফাইনালে নেমে স্নায়ুর চাপে হেরে ইগা স্কোয়াতিকের বিরুদ্ধে ০-৬-০-৬ হেরেছিলেন আনসিমোভা। তার প্রতিশোধটা চলতি ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে স্কোয়াতিককে হারিয়ে তুলে নিয়েছেন আনসিমোভা। এবারের ইউএস ওপেনে নিখুঁত টেনিস খেলে ফাইনালে তিনি সাবলালেঙ্কাকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়বেন বলেই মনে করা হচ্ছে।