Sinner vs Alcaraz Final: ফরাসি ওপেন, উইম্বলডনের পর এবার ইউএস ওপেন (যুক্তরাষ্ট্র ওপেন)। আরও একটা গ্র্যান্ডস্লাম ফাইনালে (US Open 2025) মুখোমুখি বিশ্বের এক নম্বর ইতালির ইয়ানিক সিনার (Jannik Sinner) ও বিশ্বের দু নম্বর তথা স্পেনের তারকা কার্লোস আলকারাজ ( Carlos Alcaraz)। রজার ফেডরার বনাম রাফায়েল নাদাল, কিংবা নাদাল বনাম জকোভিচের পরিবর্তে এখন টেনিস বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ সিনার বনাম আলকারাজ টানটান উত্তেজনার ফাইনাল এবার হতে চলেছে ফ্লাশিং মিডোয়। যে ফাইনাল দেখতে হাজির থাকবেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনার তাঁর কেরিয়ারের পঞ্চম ও আলকারাজ তাঁর ষষ্ঠ গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নামবেন। গতবার ইউএস ওপেনের ফাইনাল টেলর ফ্রিতসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিনার।
সিনারের কীর্তি
ওপেন এরায় কনিষ্ঠতম পুরুষ খেলোয়াড় হিসাবে টানা পাঁচটি গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠার নজির গড়লেন সিনার। এর আগে এই কীর্তি গড়েন মাত্র তিনজন- রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।
বছরের সব কটা গ্র্য়ান্ডস্লামের ফাইনালে উঠলেন সিনার, কোনও সেট না খুইয়ে খেতাবি লড়াইয়ে উঠলেন আলকারাজ
গত জুনে ফরাসি ওপেনে চিরাকালীন স্মরণীয় ফাইনালে সিনারকে হারিয়ে খেতাব জিতেছিলেন আলকারাজ। এরপর জুলাইয়ে উইম্বলডন ফাইনালে আলকারাজকে হারিয়ে প্রতিশোধ নেন সিনার। এবার বছরের শেষ গ্র্যান্ডস্লামে কি হতে চলেছে? বিশ্বের এক নম্বর সিনার বছরের চারটি গ্র্যান্ডস্লামেরই ফাইনালে উঠলেন। আলকারাজ আবার কোনও সেট খুইয়েই ফাইনালে উঠলেন। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ইতিহাসে কেউ কখনও সেট না হারিয়ে খেতাব জিততে পারেননি। সেমিফাইনালে নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৬, ৬-২ হারিয়ে বছরে তার তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠেন স্পেনের মহাতারকা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে কানাডার তারকা ফেলিক্স আগুয়ার আলিয়াসিমে-কে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ হারিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে সিনার। এদিন দ্বিতীয় সেটে হারলেও যেভাবে ফিরে এলেন, তাতে তাঁকে নিয়ে চলা রোবটের মত নিখুঁত টেনিস খেলার কথাটাই মাথায় আসে।
মুখোমুখি মহারথি
CARLOS ALCARAZ VS. JANNIK SINNER 🎾
For the THIRD straight time at a major men's singles final this year 😱 pic.twitter.com/DM5Zee95Ok
— ESPN (@espn) September 6, 2025
অবসরের ইঙ্গিত জকোভিচের?
ম্যাচ হারের পর ৩৮ বছরের জকোভিচ স্বীকার করলেন,আলকারাজ-সিনাররা যে টেনিসটা খেলছে, তাতে এই বয়সে পাঁচ সেটের লড়াইয়ে তিনি লড়তে পারছেন না। টেনিস বিশ্বের আদরের জোকার আগেই বলেছিলেন, তিনি যেদিন মনে করছেন সেরাদের সঙ্গে তিনি আর লড়াই করতে পারছেন না, সেদিন খেলা ছাড়বেন। তাহলে কি এবার অবসর নেবেন ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ।