Carlos Alcaraz. (Photo Credits: Twitter)

নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর: রাফায়েল নাদালকে হারিয়ে চমকে দেওয়া আমেরিকার ফ্রান্সেস তিয়াফোকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন স্পেনের কার্লোস আলকারাজ গার্ফিয়া। মাত্র ১৯ বছর বয়েসে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে নজির গড়লেন আলকারাজ। ২০০৫ সালে নাদাল মাত্র ১৯ বছর বয়েসে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। নাদালের সেই নজির ছুঁলেন তাঁরই দেশের নয়া টেনিস তারকা আলকরাজ। আলকরাজ-কে অনেকেই বলছেন নয়া নাদাল। চলতি ইউএস ওপেন পরপর দুটো খুব কঠিন পাঁচ সেটের লড়াইয়ে জিতে ফাইনালে উঠলেন স্পেনের ১৯-এর দামাল ছেলে আলকারাজ।

আলকারাজকে নাদাল, ফেডেরারদের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সেমিফাইনালে ১৯ বছরের নাদালের দেশে আলকারাজ ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩। ম্যাচে দুবার টাইব্রেকারে একটুর জন্য হারলেও দারুণভাবে ফিরে এসে ম্যাচ বের করে প্রথমবার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন আলকারাজ।

দেখুন টুইট

ফাইনালে আলকারাজের সামনে নরওয়ের দস্যু হিসেবে পরিচিত ক্যাসপার রুড। রুডকে দস্যু বলা হয়, কারণ তিনি সারা কোর্টে এমনভাবে দাপিয়ে বেড়ান, যাতে তাঁর প্রতিপক্ষের মনে হয় তিনি কোনও দস্যুর মত ভয়ঙ্কর। রাশিয়ার কারেন খাচানোভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ হারিয়ে চলতি বছর দ্বিতীয় গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন রুড। চলতি বছর ফরাসি ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন রুড। আলকারাজ বা রুড যেই রবিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে জিতুন, টেনিস বিশ্ব পাবে নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন।