নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে ইউএস ওপেন পুরুষদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন ড্যানিল মেদভেদেভ (Daniil Medvedev)। ইতিহাস গড়া হল না বিশ্বের ১ নম্বর টেনিস তারকা জকোভিচের। স্ট্রেট সেটে মেদভেদেভ হারিয়ে দেন তাঁকে। খেলার ফল মেদভেদেভের পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। এটাই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম রাশিয়ার টেনিস তারকার।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের বিরুদ্ধে হারতে হয়েছিল মেদভেদেভকে। ইউএস ওপেনে সেই হারের প্রতিশোধ নিলেন তিনি। আরও পড়ুন: Virat Kohli: আইপিএলের দুনিয়ায় ঢুকে পড়লেন বিরাট কোহলি
ম্যাচের হাইলাইটস:
It was @DaniilMedwed's moment to shine at the #USOpen
Highlights from the men's singles final 👇 pic.twitter.com/hfP58Ilnio
— US Open Tennis (@usopen) September 12, 2021
জকোভিচের সামনে ইতিহাস গড়ার হাতছানি ছিল এবার। ইউএস ওপেন জিততে পারলেই পুরুষদের সিঙ্গলসে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হতেন তিনি। গত জুলাইয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের চূড়ায় থাকা সুইজারল্যান্ডের রজার ফেডেরার ও স্পেনের রাফায়েল নাদালের পাশে বসেন জকোভিচ। এবার তার সামনে সুযোগ ছিল তাঁদের ছাপিয়ে যাওয়ার।