জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল মহমেডান স্পোর্টিংয়কে। মহামেডানের বিদায়ে নকআউটে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টসরা। গতকাল (২০ অগস্ট) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জেতার আশায় জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল মহমেডান স্পোর্টিং। জয়ের পাশাপাশি নজর ছিল গোল পার্থক্যের দিকেও। প্রথম থেকেই সেই লক্ষ্যে ঝাঁপায় মহমেডান স্পোর্টিং।ম্যাচের মাত্র ১০ মিনিটে রেমসাঙ্গার গোলে এগিয়ে যায় সাদা-কালো বাহিনী। ৬ মিনিটের ব্যবধানে ফের একটি গোল। এরপর মহমেডানে শুধুই গোলের বন্যা। ২৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ডেভিড লালহানসাঙ্গা। দ্বিতীয়ার্ধে ক্ষণিকের চাপ তৈরি হয়েছিল। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় জামশেদপুর। সেটাও সেভ করে দেন মহমেডান গোলরক্ষক। এরপর আরও তিন গোল ডেভিডের।শেষ অবধি জামশেদপুর এফসির বিরুদ্ধে ৬-০ বিশাল ব্যবধানে জয় পায় মহমেডান। তবে সব মিলিয়ে তাদের গোল পার্থক্য দাঁড়ায় ৫। অন্যদিকে মোহনবাগানের গোল পার্থক্য ছিল ৬। তাই এই ম্যাচে অন্তত ৭ গোলে জিতলে নকআউটে যেতে পারত মহমেডান। তাই ৬ গোলের অনবদ্য জয়েও বিদায় নিতে হল গ্রুপ পর্বেই।
A thrilling match comes to an end with Mohammedan Sporting Club winning the match with a 6-0 scoreline.#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofDurandCup #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #MDSCJFC pic.twitter.com/Wwte0dRHnB
— Durand Cup (@thedurandcup) August 20, 2023