নয়াদিল্লি: বৃহস্পতিবার নয়াদিল্লির (New Delhi) ড: কার্নি সিং শুটিং রেঞ্জে (Dr Karni Singh Shooting Range) গিয়ে গুলি ছোঁড়া প্র্যাকটিশ (shooting training)করতে দেখা গেল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Union Sports Minister Anurag Thakur )। পাশাপাশি এই শুটিং রেঞ্জের হালহকিতৎও পরিদর্শন করে দেখেন তিনি। বিভিন্ন আধিকারিকদের নিয়ে আলোচনা করেন ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Union Sports Minister Anurag Thakur visits Dr Karni Singh Shooting Range in Delhi pic.twitter.com/jItXhDBOIT
— ANI (@ANI) June 8, 2023
এশিয়ান গেমসে (Asian Games) ভারতের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা (Indian athletes) ভালোই প্রস্তুতি নিচ্ছেন (preparing well)। এর জন্য সরকারের তরফে ২২০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে (sanctioned)। সমস্ত ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলিকে (All sports associations) এশিয়ান গেমসের জন্য তাদের ট্রায়ালগুলি ( trials) আগামী ৩০ জনের মধ্যে করে ফেলতে বলা হয়েছে।"
Indian athletes are preparing well for the Asian Games. Rs 220 crores have been sanctioned by the government for it. All sports associations are attempting to complete the trials for the Games by June 30: Union Sports Minister Anurag Thakur pic.twitter.com/wOKJzFTztM
— ANI (@ANI) June 8, 2023
গতকাল কুস্তিগীরদের সঙ্গেও তাঁর বৈঠক ইতিবাচক হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এপ্রসঙ্গে তিনি বলেন, "গতকাল বিক্ষোভরত কুস্তিগীরদের (protesting wrestlers) সঙ্গে ইতিবাচক বৈঠক (positive meeting) হয়েছে। আমরা তাঁদের আশ্বস্ত করেছি যে আগামী ১৫ জুনের মধ্যে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ সম্পূর্ন হয়ে যাবে এবং এই বিষয়ে চার্জশিট (chargesheet) জমা দেওয়া হবে। অন্যদিকে ৩০ জুনের মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনও (election of WFI) করে ফেলা হবে।" আরও পড়ুন: HC On Shikhar Dhawan's Son: 'সন্তানের ওপর মায়ের একার অধিকার নেই', শিখর ধওয়নের মামলায় রায় দিল্লি আদালতের
দেখুন ভিডিয়ো:
#WATCH | It was a positive meeting with the protesting wrestlers yesterday. We have assured them that the probe will be completed by 15th June and a chargesheet will be filed. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur pic.twitter.com/Xhf5n7d9vH
— ANI (@ANI) June 8, 2023