চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা কোন দল এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হয়ে গেল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ড্র-য়ের শেষে দেখা গেল সবচেয়ে মুখরোচক দুই লড়াই হল- গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ, এবং লিওনেল মেসি-র দুই পুরনো ক্লাব বার্সেলোনা বনাম পিএসজি-র ম্যাচ। নজর থাকবে আর্সেনাল বনাম বায়র্না মিউনিখ ম্যাচের দিকেও। অপর একটি কোয়র্টার ফাইনালে দুই আন্ডারডগের লড়াই- স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।
এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই একেবারে জমজমাট। কারণ সাম্প্রতিক কালে ইউরোপের সেরা আট ক্লাবই এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ইংল্যান্ডের সেরা ম্যানচেস্টার সিটি থেকে স্পেনের তিন সেরা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সঙ্গে দুই জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ তো আছেই। ইতালি-র কোনও ক্লাব না থাকলেও এবার চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার লড়াই জমজমাট। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, নামের বিচারে সাম্প্রতিক কালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এত ভাল লাইনআপ দেখা যায়নি।
দেখুন কোয়ার্টার ফাইনাল লাইন আপ
Quarter-finals confirmed ✅#UCLdraw pic.twitter.com/s7PpLFP0Bn
— UEFA Champions League (@ChampionsLeague) March 15, 2024
কার্লো আনসেলোত্তির রিয়াল মাদ্রিদের কাছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রতিশোধের। কারণ গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-১ হারিয়েছিল পেপ গুয়ার্দিওলা-র সিটি। তার মধ্যে ঘরের মাঠে ৪-০ আনসেলোত্তির দলকে হারিয়ে ছিলেন হাল্যান্ড-রা। ২০০৯ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল আর্সেনাল। ১৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডের ক্লাবকে হারাতে হবে জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখ-কে। প্রসঙ্গত, এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ১ জুন।
দেখুন সেমিফাইনাল লাইনআপ
Semi-finals 👇
Atlético or Dortmund 🆚 Paris or Barcelona
Arsenal or Bayern 🆚 Real Madrid or Man City #UCLdraw pic.twitter.com/fBFSZKnbQv
— UEFA Champions League (@ChampionsLeague) March 15, 2024
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
(প্রথম লেগ- ৯ ও ১০ এপ্রিল। ফিরতি লেগ-১৬-১৭ এপ্রিল)
আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
পিএসজি বনাম বার্সেলোনা
সেমিফাইনাল লাইনআপ
(৩০ এপ্রিল ও ১ মে)
পিএসজি /বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ/ বরুসিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ /ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল/ বায়ার্ন মিউনিখ
ফাইনাল
১ জুন, লন্ডন (ওয়েম্বলি)