UEFA Champions League 2021-22: চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাতে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের, তিন গোলে পরাস্ত বার্সোলানা
Cristiano Ronaldo (Photo Credits: @ManUtd/Twitter)

লন্ডন, ১৫ সেপ্টেম্বর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে  (UEFA Champions League 2021-22) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুটো বড় অঘটন। টুর্নামেন্টের দুই ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United), বার্সেলোনা (Barcelona) হেরে গেল। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ-য়ের জার্সিতে দীর্ঘ ১২ বছর পর খেলতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হারের মুখ দেখলেন। রোনাল্ডো গোল করলেও সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের (Yong Boys) বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড হারল ১-২ গোলে।

রোনাল্ডো ম্যাচের ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ম্যাচের ৬৬ মিনিটে ইয়ং বয়েজের তারকা ফুটবলার মৌমি এনগামালু জলকে সমতায় ফেরাবন। আর খেলার একেবারে শেষ মুহূর্তে, ম্যাচের ৯৫ মিনিটে ক্লাবের সবচেয়ে স্মরণীয় জয়ের জয়সূচক গোলটি করেন থেসন সিয়াবাচাওয়া। আরও পড়ুন: Lasith Malinga Retires: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

অন্যদিকে, লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমে বার্সেলোনা লজ্জাজনক হারের মুখ দেখল।

দেখুন বার্সা-বার্য়ান ম্যাচের হাইলাইটস

ঘরের মাঠে বার্সেলোনা ০-৩ গোলে হারল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলটি করেন থমাস মুলার। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন রবার্ট লিওনডস্কি।

দেখুন চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের ফল

তবে গতবারের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে কোনও অঘটন ঘটেনি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুর ৬৫ মিনিটের গোলে চেলসি হারায় জেনিথ সেন্ট পিটার্সবার্গকে। মেসিকে ছাড়া বার্সেলোনা মুখ থুবড়ে পড়লেও, রোনাল্ডোকে ছাড়া অনায়াসে ৩-০ গোলে অ্যাওয়ে ম্যাচে মালমাওকে হারাল জুভেন্তাস।