জোহানেসবার্গ, ১১ এপ্রিল: জোকুইবেরহাতে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে বিপত্তি। করোনা রিপোর্ট পজেটিভ আসে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটারের। প্রোটিয়াদের টপ অর্ডার ব্যাটার সারেল এরউই ও অলরাউন্ডার- স্পিনার উইয়ান মুল্ডারের কোভিড রিপোর্ট পজেটিভ আসলে।
এই দুই ক্রিকেটার অসুস্থবোধ করায় আজ, সোমবার সকালে মাঠে নামার আগে করোনা টেস্ট করানো হয় দুজনকে। দুজনের রিপোর্ট পজিটিভ আসে। আরও পড়ুন: আমেরিকায় হবে ক্রিকেট বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজনে মার্কিন মুলুক
দেখুন টুইট
🚨 JUST IN: Two South Africa players have tested positive for COVID-19.
More on their replacements in the ongoing #SAvBAN Test 👇 #WTC23 https://t.co/Lfb9ef82K5
— ICC (@ICC) April 11, 2022
যে কারণের জন্য এরউইর পরিবর্তে খায়া জন্ডো ও মুল্ডারের পরিবর্তে গ্লেনটন স্টুরমানকে নিয়ে চতুর্থ দিনে ফিল্ডিং করতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আজই, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ৮০ রানে বেঁধে রেখে ৩৩২ রানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ দ্বিতীয় ইনিংসে ৪০ রান দিয়ে নেন ৭ উইকেট, সিমন হারমের নেন ৩টি উইকেট।