Indian Men's Hockey Team (Photo: IANS)

বেঙ্গালুরু, ৩০ জুন: ভারতের পুরুষ হকি দলের (Indian Men's Hockey Team) দুই খেলোয়াড় এবং তিনজন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন। হকি ইন্ডিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। বর্তমানে বেঙ্গালুরুতে কমনওয়েলথ গেমসর (Commonwealth Games 2022) জন্য প্রস্তুতি নিচ্ছে ৩১ জনের ভারতীয় হকি দল। হকি ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, "বুধবার সকালে আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছিল। দুই খেলোয়াড় ও তিনজন সাপোর্ট স্টাফের হালকা উপসর্গ রয়েছে এবং তাঁদের বিচ্ছিন্ন করা হয়েছে।"

গোলরক্ষক পিআর শ্রীজেশ, কৃষাণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং, বরুণ কুমার এবং অমিত রোহিদাস কমনওয়েলথ গেমসের ক্যাম্পে (Commonwealth Games Camp) রয়েছেন। ২৭ জুন থেকে ক্যাম্প শুরু হয়েছে, চলবে ২৩ জুলাই পর্যন্ত। আরও পড়ুন: Lionel Messi Checks Messi Burger: ইবিজায় গিয়ে 'মেসি বার্গার' চেখে দেখলেন লিওনেল মেসি, দেখুন ছবি

কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে ৩১ জুলাই ঘানার মুখোমুখি হবে মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের হকি দল। এছাড়াও পরে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলসের বিরুদ্ধে লড়বে।