Paris Riot after PSG Win. (Photo Credits: X)

PSG: গতকাল, শনিবার রাতে মিউনিখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2024-25) ফাইনালে ইন্টার মিলান (Inter Milan)-কে ৫-০ গোলে হারিয়ে খেতাব জেতে ফ্রান্সের ক্লাব পিএসজি (PSG)। এই প্রথম ইউরোপের এক নম্বর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জাঁ। দীর্ঘ ৩২ বছর পর ফ্রান্সের কোনও ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতল। আর পিএসজি-র এই ঐতিহাসিক সাফল্যে আইফেল টাওয়ারের দেশ বাঁধভাঙা উচ্ছ্বাস। পিএসজি-র কাপ জয় নিশ্চিত হতেই সেই খুশিতে আত্মহারা হয়ে ফ্রান্সের হাজার হাজার মানুষ প্যারিসের রাস্তায় বের হয়ে উচ্ছাস দেখাতে থাকেন। বহু মানুষ একসঙ্গে গাড়ি, বাইকে চড়ে শহরের প্রধান জায়গায় এসে হর্ন বাজাতে থাকেন। অনেকেই রাস্তার ওপর গান গাইতে, বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন।

কিন্তু এই আনন্দ, উচ্ছ্বাসের আবহে বেশ কয়েকজন বিশৃঙ্খল আচরণ করতে থাকেন। উচ্ছ্বাসে আত্মহারা হয়ে নিজেদের মধ্যে মারামারি, গাড়ি, দোকান ভাঙচুরও চালায় কয়েকজন। প্যারিসের রাস্তায় কয়েকটি গাড়িতে আগুন ধরিয়েও উচ্ছ্বাস দেখান কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর হিংসা রুখতে প্যারিসের রাস্তায় নামানো হল দাঙ্গা পুলিশ, সেনা। দাঙ্গাবাজরা এরপর পুলিশের ওপর হামলা চালায়। একজন পুলিশ কর্মী গুরুতর আহত হওয়ার পর একন কোমায়। ংসা রুখতে প্য়ারিসের

পিএসজি-র কাপ জয়ের উচ্ছ্বাসকে ঘিরে ফ্রান্সে চরম বিশৃঙ্খলা

জ্বলছে গাড়ি

 

চলছে বিশৃঙ্খলা

প্যারিসে পিএসজি-র কাপ জয়ের আনন্দের মাঝে একটি বাইকে গিয়ে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ধাক্কায় বাইক চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে, ডাক্স শহরে দক্ষিণ পশ্চিমের এক জায়গায় পিএসজি-র জয়ের খুশিতে হওয়া জমায়েতে ১৭ বছরের এক তরুণকে কোনও কারণ ছাড়াই ছুরির আঘাতে খুন করে পালায় একজন। পিএসজির কাপ জয়ের আনন্দে দু'জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি জায়গা থেকে জখম, ভাঙচুরের ঘটনা ঘটে। বিশৃঙ্খলার ঘটায় দেশজুড়ে মোট ৫৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।