Two Australian women cricketers Molested. (Photo Credits:X)

Australian Women Cricketers Harassed: ভারতে বিশ্বকাপে খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটারদের ওপর শ্লীলতাহানি ও  হয়রানির ঘটনার ঘটনায় লজ্জায় মাথা হেঁট। মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)I দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করা হল। ইন্দোর পুলিশ আজ, শনিবার এই কথা নিশ্চিত করেছে। ঘটনায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান দলের এক মহিলা ক্রিকেটারকে শারীরিকভাবে স্পর্শও করা হয়েছে। আরেকজন হেনস্থার এর শিকার হয়েছেন। নিরাপত্তার কারণে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। আজ, শনিবার ইন্দোরে হতে চলা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দুই দিন আগে অজি ক্রিকেট দলের সদস্যদের শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে নির্ধারিত সূচি মেনেই আজ, শনিবার দুপুর ৩টে থেকে ইন্দোরে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ।

তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের

মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্য মহিলা কমিশনকে তদন্ত তদারকিতে নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়িকা অ্যালিসা হিলি ও কোচ শেলি নিটস্কের নিরাপত্তা বাড়িয়ে দুজন অতিরিক্ত সশস্ত্র কর্মী ও মহিলা অফিসারকে রাখা হয়েছে।

ঘটনাটি কোথায়, কীভাবে ঘটে

ঘটনাটি ঘটে ইন্দোরের এমআইজি কলোনির খজরানা রোডে। যেখানে মহিলা ক্রিকেটাররা সকাল সাড়ে ৯টা নাগাদ হোটেল থেকে ক্যাফেতে প্রাতরাশ করতে যাচ্ছিলেন। খেলার পোশাক ও ব্যাকপ্যাক পরা মহিলা ক্রিকেটারদের কাছে মোটরসাইকেল চালানো ব্যক্তি প্রথমে ধীরে চলে ও চেহারা দেখেন, পরে আক্রমণাত্মকভাবে ঘুরে এসে একজন খেলোয়াড়কে অশ্লীল মন্তব্য ও শারীরিক স্পর্শ করেন। মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি'তোমরা খুব সুন্দর' জাতীয় কিছু হিন্দিতে মন্তব্য করেন।

দেখুন খবরটি

বাইকের নম্বর প্লেটেই সূত্র

মহিলা ক্রিকেটাররা ভয় পেয়ে 'এসওএস অ্যালার্ট'-এর মাধ্যমে দলের নিরাপত্তা ও হোটেল কর্মীদের সব জানান। তারা ক্যাফেতে ফিরে গিয়ে অস্ট্রেলিয়ান দলের ম্যানেজমেন্টকে ফোন করেন। স্থানীয় দোকানদার ও পথচারীরা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর নোট করে পুলিশকে দেন, যা অভিযুক্তকে শনাক্ত করতে সাহায্য করে। ক্রিকেটারদের হোটেলে নিয়ে গিয়ে বিস্তারিত বিবৃতি রেকর্ড করে পুলিশ।

অভিযুক্তকে কীভাবে গ্রেফতার করা হয়

স্থানীয় থানায় অভিযোগ দায়েরর পর এফআইআর দায়ের করা হয়। তল্লাশীর পর অভিযুক্ত আকিল খান (২৮)-কে গ্রেফতার করা হয়। সে এক ফুড অ্যাপ ডেলিভারি সংস্থার এক্সিকিউটিভ। তার বিরুদ্ধে আগে দুটি হয়রানির দুটি মামলা ছিল।পুলিশ ১৫টি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে ২৪ অক্টোবর রাতে বিজয় নগর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।