প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Traffic Jam Delays, ENG vs WI: লন্ডনে অবাক করা কাণ্ড। আজ, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড (England) বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচ। সাড়ে ১২টায় টস শুরু হওয়ার কথা ছিল। টস করার সময়েও ক্যারিবিয়ান ক্রিকেটারদের টিম বাস তখন অন্তত শ খানেক গাড়ির পিছনে দাঁড়িয়ে। তাই এই ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে পারল না। কারণ ৪ মাইল দূরের চেলসি হার্বার হোটেল থেকে ওভালের মাঠে আসার সময় ট্র্য়াফিক জ্যামে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজের টিম বাস। সেখানের ট্র্য়াফিক সিগন্যালে ত্রুটির কারণে রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা খোলার আসায় বহু গাড়ি রাস্তায় জ্যামে দাঁড়িয়ে পড়ে।

দেখুন খবরটি

টস শুরুর মিনিট পাঁচেক আগে ইসিবি জানান এমন খবর

জ্যাম থেকে বাঁচতে ওয়েস্ট ইন্ডিজের টিম বাস অন্য রাস্তা দিয়ে মাঠে আনতে হয়। এই খবর জানিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে ইংল্য়ান্ডের ক্রিকেট বোর্ড (ECB)। ক্যারিবিয়ান ক্রিকেটাররা যখন ট্র্যাফিক জ্যামে আটকে, তখন ইংল্যান্ডের ক্রিকেটাররা সঠিক সময় পৌঁছে মাঠে গা ঘামাচ্ছিলেন, তবে ক্যারিবিয়ানদের পৌঁছতে দেরি বলে জেনে জো রুট, আদিল রশিদ সহ কয়েকজন ক্রিকেটার সাইকেল নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়েন। অনেকটা দেরির পর সাই হোপদের বাস স্টেডিয়ামে ঢোকে। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। ওভালে এদিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন অধিনায়ক ব্রুক।

রাস্তায় সাইকেলে চড়ে ঘুরছে রুট, রশিদরা

সিরিজ আগেই জিতে নিয়েছেন ব্রুকরা

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুটি ম্যাচে বার্মিংহ্যামে ২৩৮ রানে ও কার্ডিফে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারান হ্যারি ব্রুকরা। সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ, মঙ্গলবার নামছেন ব্রিটিশরা।