চিনের হাংঝৌতে এশিয়ান গেমসের প্রথম সোমবারের শুরুটা দারুণ হয়েছে ভারতের। এবারের এশিয়াডে দেশের প্রথম সোনার পদকটা আজ, সোমবার জিতলেন শ্যুটররা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জেতে ভারত। একটি সোনার পাশাপাশি আজ ৪টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। আজ, সোমবার জেতা ৪টি ব্রোঞ্জের মধ্যে দুটি রোয়িং ও দুটি শ্যুটিংয়ে। তবে এরই মাঝে টেনিসে বড় হতাশা।
পুরুষদের ডবলসে শীর্ষ বাছাই হিসেবে নামা ভারতের তারকা রোহন বোপান্না ও ইউকি ভামরি জুটি প্রথম রাউন্ডে হেরে গেলেন। সোনা জেতার ব্যাপারে ফেভারিট বোপান্না-ভামরি জুটি ৬-২,৩-৬,৬-১০ হারলেন উজবেক জুটির বিরুদ্ধে।
দেখুন ফল
Now this would hurt!
Top seeds Rohan Bopanna & Yuki Bhambri knocked OUT in opening round of Men's Doubles at Asian Games.
The Indian duo lost 6-2, 3-6, 6-10 to Uzbek pair. #IndiaAtAsianGames #AGwithIAS pic.twitter.com/dycZViS8ze
— India_AllSports (@India_AllSports) September 25, 2023
তবে বোপান্নাদের নিয়ে হতাশার মাঝে মহিলাদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের অঙ্কিতা রায়না ও ঋতুজা ভোসলে। দু জনেই প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতলেন। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে বাই পেয়ে শেষ ষোলো রাউন্ডে উঠলেন ভারতের রামকুমার রামানাথন। সিঙ্গলসে ভারতের এক নম্বর খেলোয়াড় সুমিত নাগাল প্রি কোয়ার্টারে উঠলেন। মহিলাদের ডবলসে প্রথম রাউন্ডে জিতলেন ভারতের ঋতুজা ভোসলে ও কার্মান থান্ডি জুটি।